টেলি পর্দায় এ বার রূপঙ্করের অভিনয়, কোন ধারাবাহিকে জানেন?

স্বরলিপি ভট্টাচার্য

স্বরলিপি ভট্টাচার্য |

Updated on: Apr 28, 2021 | 12:06 PM

‘মহাপীঠ তারাপীঠ’-এ সাধক বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চৌধুরি। অন্যদিকে মা তারার ভূমিকায় অভিনয় করছেন নবনীতা দাস।

টেলি পর্দায় এ বার রূপঙ্করের অভিনয়, কোন ধারাবাহিকে জানেন?
রূপঙ্কর বাগচী।

রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। গায়ক হিসেবেই তাঁকে চেনেন আপামর দর্শক। তাঁর গানে মুগ্ধ অনুরাগীরা। গানের পাশাপাশি অভিনয় চর্চাও চালিয়ে যান তিনি। মঞ্চে অভিনয় করেন। রাজর্ষি দে পরিচালিত ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সে ছবি মুক্তির দোরগোড়ায়। এ বার টেলিভিশনেও তাঁকে অভিনয় করতে দেখবেন দর্শক।

টেলি সূত্রে খবর, জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এ ক্যামিও চরিত্রে অভিনয় করবেন রূপঙ্কর। কিছু সিকোয়েন্সের শুটিং হয়ে গিয়েছে। গায়ককে একেবারে ভিন্ন রূপে দর্শক দেখতে পাবেন, এ কথা জানাচ্ছেন এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত কুশলীরা।

আরও পড়ুন, মৃত্যুর ঠিক আগে বেড়ানোর পরিকল্পনা করেন ইরফান, প্রয়াণের এক বছরে স্মৃতিচারণ সুতপার

‘মহাপীঠ তারাপীঠ’-এ সাধক বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চৌধুরি। অন্যদিকে মা তারার ভূমিকায় অভিনয় করছেন নবনীতা দাস। এ ছাড়াও নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদারের অভিনয়ে সমৃদ্ধ এই ধারাবাহিক। রুষা চট্টোপাধ্যায়, আয়েশা ভট্টাচার্যের মতো শিল্পীরাও অভিনয় করছেন। এ বার সেই তালিকায় যোগ হল রূপঙ্করের নামও।

২০১৯ থেকে চলছে এই ধারাবাহিক। পৌরাণিক ধারাবাহিকের জনপ্রিয়তা এমনিতেই বেশি। ইতিহাস, পুরাণ ঘেঁটে চিত্রনাট্য লেখা হয়। পাশাপাশি রয়েছে শিল্পীদের অভিনয় দক্ষতা। গানের পাশাপাশি অভিনেতা হিসেবেও রূপঙ্কর দর্শকের মন জয় করে নেবেন, এ বিষয়ে নিশ্চিত গোটা টিম।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla