AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হঠাত্‍ বাবার মৃত্যু, স্মৃতি হাতড়ে মেয়ে সাইনা বলছে, বাবা অভিষেক আছে

অভিষেকের মৃত্যুর পর, তাঁরা যে টলিপাড়ার বিভিন্ন অনুষ্ঠানে আসেন, এমন নয়। তবে সাইনা এসেছে অভিনয়ে। বাবাকে হারানোর তিন বছরের মাথায় সেই প্রসঙ্গ আসতেই, মেয়ে বলল, ''কে বলেছে বাবা নেই? বাবা তো উপস্থিত।''

হঠাত্‍ বাবার মৃত্যু, স্মৃতি হাতড়ে মেয়ে সাইনা বলছে, বাবা অভিষেক আছে
| Edited By: | Updated on: May 10, 2025 | 10:21 AM
Share

সম্প্রতি জন্মদিন পালন করলেন অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা। ১৫ বছরে পা দেওয়ার মুহূর্তে সাইনা সেজেছিল পিঙ্ক ড্রেসে। পাশে ছিলেন তাঁর মা। এর মধ্যে বাংলা ধারাবাহিকে অভিনয় করে ফেলেছে সে। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের পর আর নতুন কোনও ধারাবাহিকে কি দেখা যাবে তাঁকে? বা কোনও ওয়েব সিরিজে কাজ করবেন? সাইনা জানালেন, বিষয়টা ক্রমশ প্রকাশ্য। এত কম বয়সে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে নায়ক অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যাকে। ২৪ মার্চ ২০২২, সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন অভিনেতা। ৬০ বছরের কম বয়সেই জীবনের সফরে ইতি টেনেছিলেন তিনি। শেষ সময়ও শুটিং সেটই ছিল তাঁর জায়গা। সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়তেন কাজে। হঠাৎ করেই সুখের সংসারে ঝড় ওঠে অভিষেকের স্ত্রী সংযুক্তার। ‘স্মার্ট জোড়ি’ রিয়্যালিটি শোয়ে উপস্থিত হয়েছিলেন সংযুক্তা আর অভিষেক। শুরু হয়েছিল শুটিং-ও। তবে সেই সফর শেষ করে হয়ে ওঠা হয়নি। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তারপর সব শেষ। এরপর থেকে মেয়েকে আগলে রেখেছেন মা। টলিপাড়ার বেশিরভাগ মানুষের সঙ্গে এই পরিবারের তেমন যোগাযোগ নেই। অভিষেকের মৃত্যুর পর, তাঁরা যে টলিপাড়ার বিভিন্ন অনুষ্ঠানে আসেন, এমন নয়। তবে সাইনা এসেছে অভিনয়ে। বাবাকে হারানোর তিন বছরের মাথায় সেই প্রসঙ্গ আসতেই, মেয়ে বলল, ”কে বলেছে বাবা নেই? বাবা তো উপস্থিত।” পাশ থেকে সাইনার মা বলেন, ”অভিষেকের উপস্থিতি অনুভব করি। ওঁর জন্যই আজকে এত কিছু।” প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় বা চিরঞ্জিত চক্রবর্তীর মেয়ে অভিনয়ে আসেননি। তাপস পালের মেয়ে অভিনয়ে আসলেও, এখন আর কাজ করছেন না। অভিষেকের মেয়ে সাইনার পথ চলা কীরকম হয়, সেটা দেখার অপেক্ষা।