সলমন নয়, ভাইজানের হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন অন্য কেউ! জানেন কে?
সলমনের এখন ভরসা শুধুই ঈশ্বর! কিন্তু সলমন কিন্তু এসবে নেই। এক সাক্ষাৎকারে বলেছেন, ঈশ্বরের কাছে কোনও প্রার্থনাই তিনি করেন না।

একদিকে বিষ্ণোই গ্যাংস্টার দলের কড়া নজর সলমন খানের দিকে। ভাইজানের কাঁধে নিত্য নিশ্বাস ফেলছে প্রাণনাশের হুমকি। অন্যদিকে বক্স অফিসে দাবাং খানের মন্দা কপাল। নিন্দুকরা বলছেন, বক্স অফিসে হিট পেতে, সলমনের এখন ভরসা শুধুই ঈশ্বর! কিন্তু সলমন কিন্তু এসবে নেই। এক সাক্ষাৎকারে বলেছেন, ঈশ্বরের কাছে কোনও প্রার্থনাই তিনি করেন না। বরং কাজের দিকেই মন দেন। তাঁর কথায়, কাজে মন দেওয়া ঈশ্বর আরাধনার সমান।
তবে ভাইজানের হয়ে প্রার্থনা করার কিন্তু আলাদা লোক রয়েছে। যাঁরা সলমনের ছবি মুক্তি পেলেই ঈশ্বরের কাছে ছবি সফল হওয়ার জন্য প্রার্থনা করেন।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। চলতি বছরেই মুক্তি পেয়েছিল সলমনের সিকন্দর ছবি। বক্স অফিসে এই ছবি ডাহা ফেল। শোনা যায়, এই ছবি ফ্লপ হওযার কারণে, সলমন কিছুটা হতাশ হয়েছিলেন।
এক সাক্ষাৎকারে সলমন জানিয়েছেন, কোনও ছবি মুক্তির আগে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি না। বরং আমাকে যাঁরা ভালবাসেন, তাঁরা আমার হয়ে প্রার্থনা করেন। যেমন, আমার মা, বাবা এবং আমার বোন অর্পিতা। আমি শুনেছি আমার ছবি রিলিজের আগে, কিংবা আমার কোনও ইভেন্টের আগে ওরা গিয়েই আমার জন্য প্রার্থনা করে আসে। তাই সেটাতেই আমার হয়ে যায়।
