AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোন ভয়ে আজও বিবাহিত প্রাক্তনের সঙ্গে কথা বন্ধ সলমনের? ‘আমাকে নিয়ে ওদের অশান্তি…’

Salman Khan: বেশ কিছু বছর আগে করণ জোহরের চ্যাট শো-য়ে এসে 'বিবাহিত প্রাক্তন প্রেমিকা'র সঙ্গে কথা না বলা নিয়ে মুখ খুলেছিলেন সলমন। না, কারও নাম তিনি নেননি। তবে যে ইঙ্গিত তিনি দিয়েছিলেন, অনেকেই ধারণা করে নিয়েছিলেন ঐশ্বর্যা রাই বচ্চনের কথাই বলছেন তিনি প্রকারান্তরে।

কোন ভয়ে আজও বিবাহিত প্রাক্তনের সঙ্গে কথা বন্ধ সলমনের? 'আমাকে নিয়ে ওদের অশান্তি...'
আজও কেন কথা বন্ধ সলমনের?
| Edited By: | Updated on: Jan 30, 2024 | 5:22 PM
Share

সলমন খান, বয়স ৬০ ছুঁইছুঁই। আজও তিনি অবিবাহিত– বলিপাড়ার অন্যতম জনপ্রিয় ব্যাচেলর। এ হেন সলমনের জীবন কিন্তু বেজায় রঙিন। তাঁর জীবনে প্রেমিকার সংখ্যা কম নয়। যদিও কোনও সম্পর্কই বেশিদিন টেকেনি তাঁর। বিয়ে ভেঙেছে। ভেঙেছে প্রেমও। তবে তাঁর জীবনে সবচেয়ে চর্চিত প্রেমটি হল ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে তাঁর প্রেম। এই প্রেমের মেয়াদ বেশ কিছু বছর হলেও বেশ তিক্তভাবেই শেষ হয়েছিল তাঁদের সম্পর্ক। ঐশ্বর্যা বহুদিন বিয়ে করেছেন অভিষেক বচ্চনকে। তাঁদের এক সন্তানও রয়েছে। রণবীর কাপুর দীপিকা পাড়ুকোন যখন প্রাক্তন হওয়া সত্ত্বেও বন্ধুত্ব বজায় রেখেছেন তখন সলমন তা করতে পারলেন না কেন? বা বলা ভাল, সব প্রাক্তন যেমন ক্যাটরিনা, সঙ্গীতা বিজলানির সঙ্গে সম্পর্ক মজবুত করে ফেললেও আজও কেন ঐশ্বর্যার সঙ্গে সম্পর্ক তিক্ত তাঁর? এ প্রশ্ন ভক্তমনে বহুদিনের।

বেশ কিছু বছর আগে করণ জোহরের চ্যাট শো-য়ে এসে ‘বিবাহিত প্রাক্তন প্রেমিকা’র সঙ্গে কথা না বলা নিয়ে মুখ খুলেছিলেন সলমন। না, কারও নাম তিনি নেননি। তবে যে ইঙ্গিত তিনি দিয়েছিলেন, অনেকেই ধারণা করে নিয়েছিলেন ঐশ্বর্যা রাই বচ্চনের কথাই বলছেন তিনি প্রকারান্তরে। কী বলেছিলেন সলমন?

তাঁর কথায়, “এখন তুমি অন্য এক জায়গায় আছ। আমি চাই না, এক মুহূর্তের জন্য কারও মনে হোক, আরে ও তো ওর প্রাক্তন ছিল। আমি চাই না সেটা। আমি চাইনা অতীতের কোনও কিছুই ওর জীবনকে প্রভাবিত করুক। সেই কারণে ওর থেকে শত মাইল দূরে থাকি আমি। আমাকে নিয়ে ওদের অশান্তি হোক তা আমি চাই না। চাই না ওর সঙ্গে আমার বন্ধুত্বের কারণে ওর বিবাহিত জীবনে কোনও রকম অশান্তি হোক।” এই ‘ও’ টি যে কে, তা খোলসা করেননি সলমন। তবে ওই যে ‘ইশারাই কাফি হ্যায়’ । অনেকেই টেনে এনেছিলেন ঐশ্বর্যার প্রসঙ্গ। সত্যিই তো আর কথা বলেন না তাঁরা! যদিও অভিষেকের সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ নয় সলমনের। সম্প্রতি এক অনুষ্ঠানে দেখা হতেই দু’জন দু’জনকে জড়িয়েও ধরেন।