ব্যস্ত স্টেশনে সলমনের শুটিং, ভাইরাল ভাইজানের ভিডিয়ো
সুপারস্টার সলমন খান সম্প্রতি ব্যস্ত তাঁর আসন্ন ছবির শুটিং নিয়ে। মুম্বইয়ের একটি ব্যস্ত রেলস্টেশনে নতুন ছবি 'সিকন্দর' এর শুটিং করতে দেখা গিয়েছে নায়ককে । সোমবার রাতে শুটিংয়ের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর সলমনের ভক্তদের মধ্যে উত্তেজনার শেষ নেই।

সুপারস্টার সলমন খান সম্প্রতি ব্যস্ত তাঁর আসন্ন ছবির শুটিং নিয়ে। মুম্বইয়ের একটি ব্যস্ত রেলস্টেশনে নতুন ছবি ‘সিকন্দর’ এর শুটিং করতে দেখা গিয়েছে নায়ককে । সোমবার রাতে শুটিংয়ের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর সলমনের ভক্তদের মধ্যে উত্তেজনার শেষ নেই। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সলমন খান স্টেশনে প্রবেশ করছেন এবং তাঁকে ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নায়কের পরনে কালো শার্ট এবং নীল ডেনিম জিন্স। শুটিংয়ের জন্য । তার উপস্থিতি টের পেতেই ভক্তরা একযোগে চিৎকার করতে শুরু করে, যেন সুপারস্টারকে একঝলক দেখার জন্য তারা তীব্রভাবে অপেক্ষা করছিল।
শুটিংয়ের মাঝে সলমন খান তার ভক্তদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান, যা উপস্থিত জনতার মধ্যে আরও বেশি উল্লাস সৃষ্টি করে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ভক্তরা একাধিক টুইট করে সলমনের প্রশংসা করছেন। একটি টুইটে লেখা হয়েছে, “অপ্রতিরোধ্য, নির্ভীক এবং লার্জার দ্যান লাইফ। সলমন খান হলেন ক্যারিশ্মা ও সাহসের মূর্ত প্রতীক।” আরেকটি টুইটে সলমনের আগামী সিনেমা সিকন্দর নিয়ে তীব্র আগ্রহ প্রকাশ করে বলা হয়েছে, “এ আর আগে আমাদের ১০০০ কোটির সিনেমা উপহার দিয়েছেন নায়ক।”
এছাড়া, সিকন্দর সিনেমার শুটিংয়ের আরেকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সলমন খান একটি কালো হলুদ ট্যাক্সি থেকে নামছেন। তাকে ঘিরে উৎসাহী দর্শক একটি বিশাল ভিড় জমে উঠে, যা সিনেমাটির প্রতি জনতার গভীর আগ্রহের প্রতিফলন। সলমনের অ্যাকশন অবতার এবং তার উপস্থিতি সিনেমার প্রতি দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
