‘ঐশ্বর্যার প্রাক্তন হিসেবে বলতে চাই, অভিষেক…’, সলমনের বক্তব্যে হইচই
তুমুল প্রেম ছিল তাঁদের। সেই প্রেমের খবর অজানা ছিল না কারও। কথা হচ্ছে সলমন খান ও ঐশ্বর্যা রাই বচ্চনের। যদিও সেই প্রেমের পরিণতিও হয়েছিল মারাত্মক। সলমন খানের বিরুদ্ধে অভিযোগ,ঐশ্বর্যার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তাঁর নাকি গায়েও হাত তুলেছিলেন সলমন।

তুমুল প্রেম ছিল তাঁদের। সেই প্রেমের খবর অজানা ছিল না কারও। কথা হচ্ছে সলমন খান ও ঐশ্বর্যা রাই বচ্চনের। যদিও সেই প্রেমের পরিণতিও হয়েছিল মারাত্মক। সলমন খানের বিরুদ্ধে অভিযোগ,ঐশ্বর্যার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তাঁর নাকি গায়েও হাত তুলেছিলেন সলমন। শুধু কি তাই? হাতের শিরা কেটে ফেলেছিলেন। তামাশা খাঁড়া করেছিলেন সবার সম্মুখেই। আজ যখন অভিষেক বচ্চন ওই ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্কের অবনতি নিয়ে চারদিকে তুমুল চর্চা তখন হঠাৎই ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। যে ভিডিয়োতে সলমন খান কথা নিজেকে ঐশ্বর্যার প্রাক্তন প্রেমিক হিসেবে পরিচয় দিয়ে এমন কিছু বলছিলেন যা শুনলে চোখ ভিজবে আপনারও।
তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এই যে তাঁকে নিয়ে এত কথা, তিনি খারাপ মানুষ, খারাপ প্রেমিক, করেছেন খারাপ ব্যবহার এ নিয়ে কী বলতে চান তিনি? সলমন বলেছিলেন, “এত বছর কেটে গিয়েছে। ও এখন অন্য কারও স্ত্রী। আর আমি খুব খুশি যে ও অভিষেককে বিয়ে করেছে। খুব ভাল পরিবারে বিয়ে হয়েছে ওর। ওরা ভীষণ ভাল আছে। একজন প্রাক্তন প্রেমিক হিসেবে আমি তো এটাই চাইব।”
That’s called ‘respecting your ex’, and that’s why my respect for him is all the more…! #SalmanKhan 🥰 pic.twitter.com/OEcX4hyxE6
— Samina Shaikh (@saminaUFshaikh) January 23, 2024
না, আজও তাঁরা কথা বলেন না। কোনও অনুষ্ঠানে দেখা হলে এড়িয়ে যান দু’জনেই। তিক্ততা থাকলেও রয়েছে শ্রদ্ধা। অন্তত সলমন মনে করেন এমনটাই। সলমনের সঙ্গে বিচ্ছেদের পর কিছু দিন বিবেক ওবেরয়ের সঙ্গে প্রেম করেছিলেন ঐশ্বর্যা। এর পর তিনি বিয়ে করেন অভিষেক বচ্চনকে। সলমনের সঙ্গে অভিষেকের সম্পর্ক কিন্তু বেজায় ভাল। প্রসঙ্গত, কিছু দিন ধরেই রটেছে অভিষেক ও ঐশ্বর্যার মধ্যে সম্পর্ক ভাল নেই। মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন অভিনেত্রী। যদিও এই নিয়ে মুখ খোলেননি ওঁরা। চুপই আছেন দু’জনে।





