AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শারীরিক হেনস্থার অভিযোগ তুললেন সলমনের প্রাক্তন প্রেমিকা!

গত ১৪ বছর ধরে ‘নো মোর টিয়ার্স’ নামে একটি এনজিওর সঙ্গে যুক্ত সোমি। নিজেদের উপর অত্যাচারের পরও যে মেয়েরা প্রকাশ্যে মুখ খুলতে পারেন না, এই এনজিও তাঁদের নিয়েই কাজ করে। নিজের অভিজ্ঞতা থেকেই এই এনজিও তৈরির কথা ভেবেছিলেন সোমি।

শারীরিক হেনস্থার অভিযোগ তুললেন সলমনের প্রাক্তন প্রেমিকা!
সোমি আলি।
| Updated on: Mar 13, 2021 | 1:10 PM
Share

সোমি আলি। তাঁর প্রাথমিক পরিচয় বলিউড (bollywood) অভিনেত্রী (Actress)। কিন্তু শুধুমাত্র অভিনেত্রীর পরিচয় দিলে তাঁকে হয়তো সাধারণ দর্শকের মনে করতে পারা মুশকিল। এক সময় সোমির সঙ্গে জড়িয়েছিল সলমন খানের (Salman Khan) নাম। শোনা যায়, ভাইজানের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছিলেন সোমি। এ হেন সোমি সদ্য এক সাক্ষাৎকারে তাঁর ছোটবেলার ভয়ঙ্কর কিছু ঘটনার কথা সামনে এনেছেন। শারীরিক হেনস্থার অভিযোগ করেছেন সোমি।

সোমি জানিয়েছেন, নাবালিকা অবস্থায় তিনি শারীরিক হেনস্থার হয়েছিলেন। তাঁর কথায়, “আমার তখন পাঁচ বছর বয়স। পাকিস্তানে শারীরিক ভাবে হেনস্থা করা হয়েছিল। পরিচারকদের কোয়ার্টারে ওই ঘটনা ঘটেছিল। আমি বাবা-মাকে জানিয়েছিলাম। কিন্তু মা, বাবা বলেছিল, এ সব কথা কাউকে বলতে নেই। বহু বছর সেটাই মাথায় ছিল। মনে হত, আমি কি কোনও ভুল করেছিলাম?”

সোমি আরও জানান, পাঁচ বছর বয়সের পর ন’বছর এবং ১৪ বছর বয়সে পাকিস্তানে ওই কোয়ার্টারেই তাঁর সঙ্গে একই ঘটনা ঘটে। কিন্তু কোনওবারই তিনি প্রতিকার পাননি। তাঁর মতে, ভারত এবং পাকিস্তানের সংস্কৃতি অত্যন্ত ভাবমূর্তি সচেতন। তাঁর বাবা, মা তাঁকে রক্ষা করার চেষ্টা করতেন ঠিকই। কিন্তু তাঁর বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করেননি।

আরও পড়ুন, মা নীনার কাছে বড় হলেও বাবা ভিভের সঙ্গে কেমন সম্পর্ক মাসাবার?

গত ১৪ বছর ধরে ‘নো মোর টিয়ার্স’ নামে একটি এনজিওর সঙ্গে যুক্ত সোমি। নিজেদের উপর অত্যাচারের পরও যে মেয়েরা প্রকাশ্যে মুখ খুলতে পারেন না, এই এনজিও তাঁদের নিয়েই কাজ করে। নিজের অভিজ্ঞতা থেকেই এই এনজিও তৈরির কথা ভেবেছিলেন সোমি। বলিউডে অভিনয় করতে যাওয়াটা যে তাঁর ভুল সিদ্ধান্ত ছিল, সে কথা স্বীকার করে নেন সোমি। পরিচালকদের কাছে নাকি তিনি দুঃস্বপ্নের মতো ছিলেন। সলমন খান, মিঠুন চক্রবর্তী, সইফ আলি খান, সুনীল শেট্টির মতো অভিনেতাদের কাছে খারাপ অভিনয়ের জন্য ওই সাক্ষাৎকারের মাধ্যমে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।