উত্তমকুমার থেকে অনুরাগ কাশ্যপ: কী বললেন শাশ্বত চট্টোপাধ্যায় ?
মহানায়ক উত্তমকুমারের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়

‘উত্তমকুমার’ থেকে অনুরাগ কাশ্যপ: কী বললেন শাশ্বত চট্টোপাধ্যায় ?

utsha hazra |

Mar 16, 2021 | 5:46 PM

উত্তম কুমার সবার স্বপ্নের নায়ক। তাঁর জীবন নিয়ে বর্তমানেও নতুন প্রজন্মের কাছে কৌতুহলের শেষ নেই।

উত্তমকুমারের জীবনী নিয়ে বড়পর্দায় আসতে চলেছে ‘অচেনা উত্তম’। পরিচালনার দায়িত্বে অতনু বোস। উত্তম কুমার সবার স্বপ্নের নায়ক। তাঁর জীবন নিয়ে বর্তমানেও নতুন প্রজন্মের কাছে কৌতুহলের শেষ নেই। তিনি কী খেতে ভালবাসতেন? তাঁর ছোটবেলা ঠিক কেমন ছিল? চেনার ভিড়ে তিনি ছিলেন অনেকটাই অচেনা। সেই অচেনা মহানায়কই আসতে চলেছেন বড়পর্দায়। আর   উত্তমের চরিত্রে দর্শকরা পেতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়কে। টলি থেকে বলি সর্বত্রই তিনি সবার প্রিয় ‘অপুদা’। সেই অপুদা কী বলছেন? অনুরাগ কাশ্যপের সেট থেকে ধুতি পাঞ্জাবিতে উত্তমের চরিত্র নিয়ে কথা বললেন তিনি। কী বললেন? জানতে দেখুন ভিডিয়ো।