শাহরুখের চরম আপত্তি, ইচ্ছে থাকলেও এই কাজ করতে পারেন না গৌরী
Bollywood Gossip: কফি উইথ করণ শো-তে এসে নিজের ফ্যাশন নিয়ে মুখ খুললেন তিনি। বাড়িতে সুহানা থাকলেও গৌরী খানের কথায়, তাঁর ফ্যাশন গুরু হলেন আরিয়ান খান। কোনওটা ট্রেন্ড, মা কোনটা পরবে সব সময় সেই স্থির করে থাকে। ছেলের সঙ্গে গৌরী খানের বন্ডিং ভীষণ ভাল।

শাহরুখ খান গৌরী খানের বিষয় ভীষণ সচেতন। বিশেষ করে প্রসঙ্গ যদি হয় ফ্যাশন। গৌরী খানকে তিনি পরামর্শ দিতে কখনও ভোলেন না। গৌরী খান একবার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন যে শাহরুখ খানের একটা বিষয় ভীষণ অপছন্দের। গৌরী ও শাহরুখ খানের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ ঠিক কতটা গভীর তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। প্রতিটা পদে পদে কিং খান নিজেকে প্রমাণ করেছেন গৌরীর কাছে। প্রথম সাক্ষাৎ থেকে সংসার, সবটাই ভক্তদের কাছে ঠিক যেন পর্দার গল্প।
কফি উইথ করণ শো-তে এসে নিজের ফ্যাশন নিয়ে মুখ খুললেন তিনি। বাড়িতে সুহানা থাকলেও গৌরী খানের কথায়, তাঁর ফ্যাশন গুরু হলেন আরিয়ান খান। কোনওটা ট্রেন্ড, মা কোনটা পরবে সব সময় সেই স্থির করে থাকে। ছেলের সঙ্গে গৌরী খানের বন্ডিং ভীষণ ভাল। আরিয়ানের উপদেশ তা ফেলে দেন না গৌরী। উল্টে নিজেই জানান, আরিয়ানের ফ্যাশন সম্পর্কে জ্ঞান প্রচুর। ফলে সে যাই বলে একবাক্যে মেনে নিয়ে থাকেন গৌরী খান। গৌরীকে একটি পার্টিতে প্রথম দেখেছিলেন শাহরুখ খান। কিছুদিনের মধ্যে আলাপও হয়েছিল। তবে একদিন গৌরী দিল্লি ছেড়ে চলে আসেন মুম্বইতে। তখন তাঁকে খুঁজতে মাত্র ৪০০ টাকা পকেটে নিয়ে দিল্লি ছেড়েছিলেন তিনি।
তারপর তাঁদের সংসার শুরু। চুটিয়ে মজা করতে ভালবাসতেন তাঁরা। আজ নানা কাজের ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিতে ভোলেন না কেউ। তবে আপত্তি আজও বর্তমান। গৌরী খান নাকি সাদা শার্ট পরলে বেজায় রেগে যেতেন শাহরুখ খান। আর সেই পোশাক আজও তাই খুব একটা ইচ্ছে না হলেন পরেন না গৌরী।





