আরও বড় হচ্ছে শাহরুখের ‘মন্নত’, জানেন নতুন কি থাকছে বাদশার বাংলোতে?
এবার সেই অনুগামীদের জন্য এক বড় খবর সামনে আসছে। কিং খানের এই আশিয়ানা এবার উচ্চতায় আরও বাড়ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মন্নত চত্বরে অবস্থিত ‘মন্নত এনেক্স’ (Mannat Annex) বিল্ডিংয়ে দুটি নতুন তলা যুক্ত করা হচ্ছে। আগে এই ভবনটি ৬ তলা ছিল, কিন্তু নতুন নির্মাণের পর এটি এখন ৮ তলা হতে চলেছে।

বলিউডের বাদশা শাহরুখ খানের বাংলো ‘মন্নত’ শুধু একটি বাড়ি নয়, বরং মুম্বইয়ের অন্যতম প্রধান ল্যান্ডমার্ক। বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত এই বাংলোর এক ঝলক দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমান। এবার সেই অনুগামীদের জন্য এক বড় খবর সামনে আসছে। কিং খানের এই আশিয়ানা এবার উচ্চতায় আরও বাড়ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মন্নত চত্বরে অবস্থিত ‘মন্নত এনেক্স’ (Mannat Annex) বিল্ডিংয়ে দুটি নতুন তলা যুক্ত করা হচ্ছে। আগে এই ভবনটি ৬ তলা ছিল, কিন্তু নতুন নির্মাণের পর এটি এখন ৮ তলা হতে চলেছে।
সূত্রের খবর অনুযায়ী, মন্নতের মূল ‘হেরিটেজ বাংলো’ অর্থাৎ সাদা রঙের সেই আইকনিক ভিলাটিতে কোনও হাত দেওয়া হবে না। যেহেতু এটি একটি হেরিটেজ স্ট্রাকচার, তাই এর কোনো পরিবর্তনের অনুমতি নেই। এই কারণেই সমস্ত সম্প্রসারণের কাজ চলছে ঠিক তার পেছনে অবস্থিত আধুনিক ‘এনেক্স’ বিল্ডিংটিতে। মূলত মূল কাঠামোর কোনও ক্ষতি না করে অতিরিক্ত থাকার জায়গা তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ।
মন্নতের এই নতুন দুটি তলা কেবল সাধারণ কিছু ঘর হবে না। জানা গেছে, এই সম্প্রসারণের ফলে বাংলোর মূল আয়তনে প্রায় ৬,৬৩০ স্কয়ার ফিট নতুন জায়গা যুক্ত হবে। এই নতুন ফ্লোরগুলোতে থাকবে ‘আল্ট্রা-লাক্সারি’ ইন্টেরিয়র ডিজাইন। এখানকার লিভিং স্পেস বা বসার ঘরগুলো মুম্বইয়ের গড়পড়তা ১ বিএইচকে (1BHK) ফ্ল্যাটের চেয়েও বড় হবে বলে শোনা যাচ্ছে। চলতি বছরের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এই বিশাল প্রকল্পের হাল ধরেছেন স্বয়ং গৌরী খান। স্থপতি অমিত জি পাওয়ারের মাধ্যমে তিনি বিএমসিতে (BMC) এই সংক্রান্ত প্রস্তাব জমা দিয়েছিলেন। খবর অনুযায়ী, বিএমসি থেকে দ্রুত এই প্রকল্পের অনুমোদন মিলেছে এবং বর্তমানে সেখানে জোরকদমে নির্মাণের কাজ চলছে।
আগামী দিনে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে গেলে ভক্তরা মন্নতের পেছনের অংশটি আগের চেয়ে আরও উঁচু এবং জাঁকজমকপূর্ণ দেখতে পাবেন। শাহরুখ খান সাধারণত মন্নতের গেটের উপরের প্ল্যাটফর্মে এসে ভক্তদের দেখা দেন। এখন দেখার বিষয়, এই নতুন সম্প্রসারণের পর কিং খানের সেই পরিচিত ‘দর্শন’ স্পটে কোনো পরিবর্তন আসে কি না।
