‘যখন প্রেমে পড়ি…’, কোন সত্য সামনে আনলেন বাংলাদেশের নায়ক শাকিব খান
এই মুহূর্তে বাংলাদেশে চর্চা, শাকিবের পরিবার নাকি চায়, তিনি বিয়ে করে সংসার করুন। তা হলে কি শাকিবের জীবনে নতুন প্রেম এল? নায়ক কি নতুন করে প্রেমে পড়লেন? এই সাক্ষাত্কার সামনে আসার পর এসব প্রশ্ন ঘুরছে।

বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে নেটিজেনদের সমালোচনা চোখে পড়ছে। একটা সাক্ষাত্কারে প্রশ্ন করা হয়েছে, শাকিব খানের প্রিয় মানুষ কে? সুপারস্টার উত্তর দিয়েছেন, তাঁর মা। এরপর প্রশ্ন করা হয়েছে শাকিবের জীবনের প্রিয় মুহূর্ত কী? শাকিব একটুও না ভেবে উত্তর দেন, ”যখন প্রেমে পড়ি…”। এই কথা বলার সময়ে শাকিবের মুখে হাসি লেগে ছিল। শাকিবের প্রিয় গান কী, তা নিয়েও প্রশ্ন করা হয় এই সাক্ষাত্কারে। শাকিব বলেন, বহু গানই তাঁর প্রিয়। যে কোনও একটা গানের কথা তাঁর পক্ষে বলা সম্ভব নয়।
প্রেমে পড়ার প্রসঙ্গটা শাকিব খান টেনে এনেছেন বলেই, তা নিয়ে অনেক কথা হচ্ছে। শাকিবের প্রেম অপু বিশ্বাসের সঙ্গে হয়েছিল। তারপর তাঁদের পুত্র সন্তানের জন্ম হয়। যেহেতু প্রেমের কথা ঘোষণা করেননি তাঁরা, এক সময়ে দেখা যায় ছেলেকে সঙ্গে নিয়ে অপু বিশ্বাস মিডিয়ার সামনে এসে কাঁদছেন। এরপর নায়িকা বুবলীর সঙ্গে প্রেম হয় শাকিব খানের। তাঁদেরও পুত্র সন্তান রয়েছে। কিন্তু বুবলীর সঙ্গে পথ চলার ক্ষেত্রেও মতবিরোধ তৈরি হয় শাকিবের জীবনে।
এই মুহূর্তে বাংলাদেশে চর্চা, শাকিবের পরিবার নাকি চায়, তিনি বিয়ে করে সংসার করুন। তা হলে কি শাকিবের জীবনে নতুন প্রেম এল? নায়ক কি নতুন করে প্রেমে পড়লেন? এই সাক্ষাত্কার সামনে আসার পর এসব প্রশ্ন ঘুরছে। কিন্তু কিছুজন কড়া সমালোচনা করেছেন। এক নেটিজেন লিখেছেন, ”শুধু প্রেমে পড়ার মুহূর্তটা ভালোলাগছে হয় না। প্রেমের সম্মান রাখা জরুরি।”





