AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দর্শকদের আশীর্বাদ আমার জন্মদিনের সবথেকে বড় উপহার: শিবপ্রসাদ মুখোপাধ্যায়

প্রসঙ্গত 'আমার বস ' ছবির মাধ্যমেই দুই কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজার ও সাবিত্রী চট্টোপাধ্যায়কে একসঙ্গে বড়পর্দায় দেখার সুযোগ করে দিয়েছেন পরিচালক প্রযোজক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটি।

দর্শকদের আশীর্বাদ আমার জন্মদিনের সবথেকে বড় উপহার: শিবপ্রসাদ মুখোপাধ্যায়
| Edited By: | Updated on: May 20, 2025 | 2:44 PM
Share

একদিকে ‘আমার বস ‘ ছবির সাফল্য, অন্যদিকে পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। অবশ্যই উইন্ডোজের কাছে ডবল সেলিব্রেশন। মঙ্গলবার ২০ মে, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সমাজ মাধ্যম শুভেচ্ছায় ভরে উঠেছে। জন্মদিনের সকালেই টেলিফোনে পাওয়া গেল পরিচালক প্রযোজক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। TV9বাংলাকে শিবপ্রসাদ বললেন, “জন্মদিনে সারাদিন বাড়িতেই কাটে। প্ল্যানিং সব করেন আমার স্ত্রী জিনিয়া সেন। মায়ের সঙ্গে সারাদিন কাটবে। দুপুরের খাওয়ার হবে বাড়িতেই। নন্দিতা দি আজ বাড়িতে আসবেন। আর একবার সময় করে অফিসে আমার সহকর্মীদের সঙ্গে দেখা করব, এটুকুই । ”

জন্মদিনের মাসেই ‘আমার বস’ মুক্তি পেয়েছে, আর সেই সাফল্য কি জন্মদিনের বিশেষ উপহার? প্রশ্নের উত্তরে শিবপ্রসাদ বললেন, “যে সময়ে ‘আমার বস ‘ মুক্তি পেয়েছে, সেটা খুব কঠিন সময় ছিল। বড় একটি হিন্দি ছবি রিলিজ করার কথা ছিল, তবে সেই হিন্দি ছবি রিলিজ করেনি হলে, ডিস্ট্রিবিউটার থেকে এক্সিবিটারদের কথা ভেবে আমরা ‘আমার বস’ রিলিজ করি। মনে রাখতে হবে সেই সময়টা ছিল নন হলিডে। তাতেও আমাদের এই ছবি সবথেকে বড় ওপেনিং পেয়েছে। আমাদের আগের যত ছবি মুক্তি পেয়েছিল, তার থেকে বেশি ওপেনিং দিয়ে শুরু হয়েছে, দ্বিতীয় সপ্তাহেও দর্শক সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, এতে আমরা খুশি। ”

জন্মদিনের সব থেকে ভাল কী উপহার পেলেন অভিনেতা? উত্তরে শিবপ্রসাদ বললেন, “বাড়ির লোকের থেকে তো অনেক কিছু পাই, তবে দর্শকদের আশীর্বাদ সব থেকে বড় পাওনা। সিনেমা মুক্তির পর বিভিন্ন হলে দর্শকদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছি, ছবিটা দেখে সকলে খুব ইমোশনাল হয়ে পড়েছেন। অনেক ছেলে মেয়ে তাঁদের বাবা মাকে নিয়ে পরিজনদের নিয়ে ছবিটি দেখতে আসছেন, একজন মা জানালেন, বিদেশে থাকে তাঁর ছেলে, সে সেখান থেকে টিকিট কেটে দিয়ে বলেছেন ছবিটা দেখে আসতে। বেহালার অজন্তা সিনেমা হলে একজন মা আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন, এই ধরনের বিষয় নিয়ে ছবি করেছি বলে, সিটি সেন্টারে একজন দর্শক কাঁদছে, তিনি জানালেন কিছুদিন আগেই তিনি মাতৃহারা হয়েছেন, মাকে সঙ্গে নিয়ে ছবি না দেখার আফসোস থাকবে। আবার লেক মল হলে একজন অবাঙালি মহিলা আমার হাত ধরে বলেন, তিনি তাঁর পরিজনদের বলবেন হিন্দি ছবি ছেড়ে ‘ আমার বস ‘ দেখা উচিত। এটাই আমার পাওনা। ছবি করার ব‍্যবসায়িক দিক যেমন থাকে, তেমনই আমাদের খেয়াল থাকে সিনেমার মাধ্যমে সামাজ সচেতনতা তৈরি করা। সর্বোপরি দর্শকদের আশীর্বাদ আর ভালবাসা সবথেকে বড় উপহার। ”

প্রসঙ্গত ‘আমার বস ‘ ছবির মাধ্যমেই দুই কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজার ও সাবিত্রী চট্টোপাধ্যায়কে একসঙ্গে বড়পর্দায় দেখার সুযোগ করে দিয়েছেন পরিচালক প্রযোজক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটি। আজ জন্মদিনে Tv9 বাংলার তরফ থেকে অভিনেতা পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে অনেক শুভেচ্ছা। আগামী দিনে পরিচালনা ও অভিনয়ে দর্শকদের জন্য আরও নতুন গল্প ও চরিত্র উপহার দেবেন তিনি এমনটাই আশা সকলের।