AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৬০ কোটি টাকার প্রতারণা মামলা! সাড়ে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ শিল্পাকে

এই মামলার সূত্রপাত হয় ২০২৩ সালের ১৪ আগস্ট, যখন ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেন যে, রাজ কুন্দ্রা তাঁর কাছ থেকে বিনিয়োগ ও ঋণের নামে প্রায় ৬০ কোটি টাকা নিয়ে প্রতারণা করেছেন। তদন্তে রাজ কুন্দ্রা দাবি করেছেন, এই টাকার একটি বড় অংশ বলিউড তারকাদের ‘প্রফেশনাল ফি’ হিসেবে দেওয়া হয়েছিল।

৬০ কোটি টাকার প্রতারণা মামলা! সাড়ে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ শিল্পাকে
| Edited By: | Updated on: Oct 07, 2025 | 11:12 AM
Share

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকে ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় টানা সাড়ে চার ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং (EoW)। আর্থিক প্রতারণার সংক্রান্ত মামলায় এই পুলিশি বিভাগ এবার জিজ্ঞাসাবাদ করল অভিনেত্রীকে। এই মামলায় তাঁর স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রার নাম আগেই উঠে এসেছিল। তাঁদের Best Deal TV Private Limited- বন্ধ হয়ে যাওয়ায়, বিষয়টি ঘিরে তদন্ত চলছে।

এই কোম্পানিটি এক সময় হোম শপিং ও অনলাইন রিটেল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করত। রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি দুজনেই এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ কুন্দ্রাসহ পাঁচজনের বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন কোম্পানির নিযুক্ত রেজোলিউশন প্রফেশনাল রাজেন্দ্র ভূতাড়া, যিনি লিকুইডেশন চলাকালীন কোম্পানির দায়িত্বে ছিলেন।

এই মামলার সূত্রপাত হয় ২০২৩ সালের ১৪ আগস্ট, যখন ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেন যে, রাজ কুন্দ্রা তাঁর কাছ থেকে বিনিয়োগ ও ঋণের নামে প্রায় ৬০ কোটি টাকা নিয়ে প্রতারণা করেছেন। তদন্তে রাজ কুন্দ্রা দাবি করেছেন, এই টাকার একটি বড় অংশ বলিউড তারকাদের ‘প্রফেশনাল ফি’ হিসেবে দেওয়া হয়েছিল। তিনি জানান, অভিনেত্রী বিপাশা বসু, নেহা ধুপিয়া ও প্রযোজক একতা কাপুরের নাম সেই তালিকায় রয়েছে।

তবে এই দাবি কতটা সত্য, তা যাচাই করে দেখছে পুলিশ। এক্ষেত্রে শিল্পা শেঠির ভূমিকা সম্পর্কেও বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। এই মামলার তদন্ত এখনও চলছে। মুম্বই পুলিশ জানিয়েছে, প্রয়োজন হলে আগামীতে জিজ্ঞাসাবাদের জন্য শিল্পা ও অন্যান্যদের আবার ডাকা হতে পারে।