‘ডুয়া লিপার সন্তানের বাবা হতে চাই’, এ কী বললেন বাদশা?
গায়িকা ডুয়া লিপার গান, কার না পছন্দ! গায়ক বাদশা রয়েছেন ডুয়ার অনুরাগীদের তালিকায়। টুইটারে ডুয়া লিপার নাম পোস্ট করে ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছিলেন বাদশা। এবার বাদশার অনুরাগী প্রশ্ন করেছেন, ''তা হলে কি ডুয়া লিপার সঙ্গে কোনও গানে কোল্যাব করতে দেখা যাবে আপনাকে?'' এ কথা শোনার পরই বাদশার সটান উত্তর, ''ডুয়া লিপার সন্তানের বাবা হওয়ার বিষয়টা আরও ভালো।''

গায়িকা ডুয়া লিপার গান, কার না পছন্দ! গায়ক বাদশা রয়েছেন ডুয়ার অনুরাগীদের তালিকায়। টুইটারে ডুয়া লিপার নাম পোস্ট করে ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছিলেন বাদশা। এবার বাদশার অনুরাগী প্রশ্ন করেছেন, ”তা হলে কি ডুয়া লিপার সঙ্গে কোনও গানে কোল্যাব করতে দেখা যাবে আপনাকে?” এ কথা শোনার পরই বাদশার সটান উত্তর, ”ডুয়া লিপার সন্তানের বাবা হওয়ার বিষয়টা আরও ভালো।”
বাদশার এমন মন্তব্য ঘিরে, সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে বিতর্ক। সংবাদের শিরোনামে উঠে এসেছেন গায়ক। একজন নেটিজেন লিখেছেন, ”বাদশাকে সকলে অপমান করতে শুরু করে দিয়েছেন কেন বুঝতে পারছি না। বাদশার ডুয়া লিপাকে পছন্দ এটা বোঝা যাচ্ছে। তিনি ডুয়ার সন্তানের বাবা হতে চাইতেই পারেন। তিনি তাঁর ইচ্ছার কথা জানিয়েছেন। কোনও মহিলাকে কোনও ব্যাপারে জোর করেননি। তাই বিষয়টা শালীনতার মাত্রা ছাড়িয়েছে এমন নয়।”
তবে কিছু নেটিজেন বাদশার বিরুদ্ধে কথা বলেছেন। একজন লিখেছেন, ”ডুয়া লিপার প্রেমে পড়েছি বা বিয়ে করতে চাই বললেও হতো! একেবারে সন্তান অবধি পৌঁছে গেলেন বাদশা? উনি কি বুঝতে পারছেন না যে, ডুয়া ওঁকে নিয়ে একেবারেই আগ্রহী হবেন না?” আর একজন লিখেছেন, ”পাবলিক ফিগাররা টুইটারে এরকম ফ্লার্ট করতে শুরু করলে মুশকিল!” এক নেটিজেনের বক্তব্য, ”খবরে আসার জন্য বলিউডের গায়করা কী না করেন! একবার ডুয়া লিপা নামটা লিখে প্রায় ৩০০টা স্টোরি পেয়ে গেলেন বাদশা। এরকম চর্চার কেন্দ্রে আসাটাই লক্ষ্য ছিল। তবে সেটা কাজের মাধ্যমে হলে ভালো হতো।”
বাদশার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ডুয়া অবশ্য কোনও মন্তব্য করেননি।
