AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এমন কাউকে বিশ্বাস কর না যে…’, স্নেহাশিসের দ্বিতীয় বিয়ে, যন্ত্রণায় প্রথম স্ত্রী?

Snehasish Ganguly: এই সম্পর্ক থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকা মম গঙ্গোপাধ্যায়ের পোস্টে মন খারাপের সুর। তিনি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্রথম স্ত্রী। যাঁর সঙ্গে দাম্পত্য জীবন খুব একটা সুখের হয়নি। কিছুদিন আগেই আইনিমতে নিজেদের পথচলা আলাদা করেছেন তাঁরা।

'এমন কাউকে বিশ্বাস কর না যে…', স্নেহাশিসের দ্বিতীয় বিয়ে, যন্ত্রণায় প্রথম স্ত্রী?
| Updated on: Jul 23, 2024 | 6:12 PM
Share

সদ্য খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। বয়স ৫৯। ছকভাঙা বিয়ে এখন নতুন নয়। তাই নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত এখন খুব একটা অবাক করে না। ভালবেসে আরও একবার সংসার পাতলেন মনের মানুষ অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে। আইনিমতে সম্পর্কে বাঁধা পড়লেন তাঁরা। একদিকে যেমন মনের মানুষকে কাছে পেয়ে সুখী স্নেহাশিস, তেমনই অন্যদিকে এই সম্পর্ক থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকা মম গঙ্গোপাধ্যায়ের পোস্টে মন খারাপের সুর। তিনি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্রথম স্ত্রী। যাঁর সঙ্গে দাম্পত্য জীবন খুব একটা সুখের হয়নি। কিছুদিন আগেই আইনিমতে নিজেদের পথচলা আলাদা করেছেন তাঁরা।

তবে প্রাক্তনের জীবনে অন্যকারও প্রবেশ দেখে কী শোক ঘিরে ধরল তাঁকে? মমর সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে একশ্রেণির তাই মত। একটি অডিয়ো শেয়ার করতে দেখা যায় তাঁকে। যার কথাগুলো মন স্পর্শ করল অনেকেরই। কী রয়েছে সেই ছত্রে? ‘যদি তোমাকে কেউ ত্যাগ করে সেটা গ্রহণ কর। যদি কেউ তোমাকে ভাল না বাসে তাহলে যেতে দাও। কেউ যদি তোমার বদলে অন্য কাউকে বেছে নেয়, তাহলে মুভ অন কর। এমন নয় তুমি যাকে ভালবাসবে, সেই তোমার সঙ্গে থাকবে’। এখানেই শেষ নয়, সেখানে আরও বলা আছে, ‘এমন কাউকে বিশ্বাস কর না যে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, যে তোমার জীবনে থাকতে চাইবে না তাঁকে তোমার জীবনের অংশ কর না। আমার জীবন থেকে এমন মানুষ চলে গেছে, যারা একটা সময় আমার গোটা দুনিয়া ছিল। তবুও আমি বেশ আছি। মানুষকে সময় দাও, মানুষকে স্পেস দাও। কাউকে জোর করে আটকে রেখ না…।’ আর এই পোস্টের পরই শোরগোল বিভিন্ন মহলে, অনেকেরই ধারণা মনের কথাই এভাবে ছত্রে-ছত্রে প্রকাশ্যে আনলেন মম। যদিও এই প্রসঙ্গে কখনই মুখ খুলতে দেখা যায়নি স্নেহাশিস প্রাক্তনকে।