জন্মদিনে ‘টক্সিক’ যশ, ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল
Toxic: দেশের সিনেপ্রেমীর মন কেড়েছেন যশ। সৌজন্যে KGF। যে ছবির পর পর দুই পার্ট দর্শক মনে জায়গা করে নিয়েছে রাতারাতি। সকলের চোখে তিনি সুপারস্টার। এবার জন্মদিনে তাঁর অনুরাগীদের জন্য রাখলেন বিশেষ সারপ্রাইজ।
দক্ষিণী সুপারস্টার যশ দিনভর খবরের শিরোনামে। কারণ একটাই পর্দার রকিভাইয়ের জন্মদিন বলে কথা। বিগত কয়েকবছরে যেভাবে দক্ষিণী স্টারেরা প্যান ইন্ডিয়ায় পসার জমিয়েছে, তাতে তাঁদের আর দক্ষিণ ভারতের সীমানায় আটকে রাখার প্রশ্নই ওঠে না। দেশের সিনেপ্রেমীর মন কেড়েছেন যশ। সৌজন্যে KGF। যে ছবির পর পর দুই পার্ট দর্শক মনে জায়গা করে নিয়েছে রাতারাতি। সকলের চোখে তিনি সুপারস্টার। এবার জন্মদিনে তাঁর অনুরাগীদের জন্য রাখলেন বিশেষ সারপ্রাইজ।
জন্মদিনের পার্টি বলে কথা, তাই বলে এ কী দৃশ্য! মাদক, নারী, রাতপার্টির ছবি দেখে সকলের চোখ কপালে। এ কোন যশ? ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেল কয়েক সেকেন্ডের ভিডিয়ো। তবে না, এ পার্টি যশের জন্মদিন সেলিব্রেশনের জয়। তবে জন্মদিন জন্মদিন উপলক্ষ্যে তো বটেই। কারণ এদিনই তিনি সামনে আনলেন তাঁর আগামী ছবি টক্সিক-এর ঝলক। যেখানে রকিভাই লুকে যশ ফিরলেও দাপট যেন ১০০ গুণে ভিন্ন। বোল্ড-হট লুকে এই ফ্রেমে ধরা দিলেন অভিনেতা। টক্সিক তাঁর আগামী ছবি। বিগত কয়েকমাস ধরেই এই ছবির কাজ নিয়ে ব্যস্ত সুপারস্টার। তারই কিছু মুহূর্ত সকলের সঙ্গে বিশেষ দিনে ভাগ করে নিলেন যশ। যা দেখে সকলেই রীতিমত অবাক।
View this post on Instagram
ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিলেন সুপারস্টারকে। সোশ্যাল মিডিয়ায় টক্সিক বর্তমানে ট্রেন্ডে। ৮ জানুয়ারি জন্মদিন তাঁর। এদিন সকাল থেকেই সেলিব্রেশনের মেজাজে তাঁর অনুরাগীরা। তার মাঝেই চমক দিলেন তিনি। ছবির পরিচালনা করেছেন গীতু মোহনদাস। যে ছবির প্রযোজনা টিমে রয়েছেন যশ নিজেও। তাঁর মুক্তি পাওয়া দুই KGF-ই বক্স অফিসে ঝড় তুলেছে। ফলে এই ছবি নিয়েও আশায় বুক বাঁধছে সিনেপাড়া।