Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শ্রাবন্তীর আসল ‘বস’ কে? অকপট জানিয়ে দিলেন নায়িকা

ছবির টিজারে এক ঝলকে যা দেখা গেল, তা নিয়ে অবশ্যই কৌতুহল তৈরি হবে দর্শকদের মধ্যে। এরই মাঝে এক মজার প্রশ্নের উত্তর দিলেন নায়িকা। শ্রাবন্তী জানালেন 'আমার বস' ছবির মতই তাঁর জীবনের বস কে বা কারা!

শ্রাবন্তীর আসল 'বস' কে? অকপট জানিয়ে দিলেন নায়িকা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2025 | 5:35 PM

বাংলা সিনেমার সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই মুহূর্তে নিজের কাজ নিয়ে ব্যস্ত। সামনেই তাঁর অভিনীত দুই গুরুত্বপূর্ণ ছবি মুক্তির কথা। যার মধ্যে একটি ঐতিহাসিক ছবি ‘দেবী চৌধুরানী’, যেখানে তাঁর অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক। এই ছবির লুক ইতিমধ্যেই দর্শকদের মনে ধরেছে। অপরটি উইন্ডোজ প্রযোজনা সংস্থার হয়ে প্রথম কাজ ‘আমার বস’। সম্প্রতি এই ছবির টিজার প্রকাশ্যে আসে। ছবির টিজারে এক ঝলকে যা দেখা গেল, তা নিয়ে অবশ্যই কৌতুহল তৈরি হবে দর্শকদের মধ্যে। এরই মাঝে এক মজার প্রশ্নের উত্তর দিলেন নায়িকা। শ্রাবন্তী জানালেন ‘আমার বস’ ছবির মতই তাঁর জীবনের বস কে বা কারা!

অভিনেত্রী বললেন, “আমার জীবনের বস আমার বাবা, মা আর আমার ছেলে। আসলে আমার পরিবার, জীবনের ভাল-মন্দ সবেতে এরাই আমার পাশে আছে, এদের কথাই শুনি। ছেলের কথা বলতে পারি, যখন ও ছোট ছিল আমি বলতাম আর এখন ওর কথা আমি শুনি”। তাহলে শ্রাবন্তী কার বস? এই কথা শুনে দুষ্টু হেসে বললেন, “আমার আশেপাশে আমার অফিসে যাঁরা থাকে, তাঁদের উপরেই বক্সিং করে থাকি।”

প্রসঙ্গত ‘আমার বস’ ছবির টিজারে নায়িকাকে দেখা গেল অন্য লুকে। শিবপ্রসাদ ও শ্রাবন্তীর জুটি দর্শকদের কতটা পছন্দ হয়, এখন সেটাই দেখার।