কী মেনে নিতে পারলেন না? মাঝ পথে সিরিয়াল ছাড়লেন শ্রীময়ী
ধারাবাহিকে তাঁকে বেশ গুরুগম্ভীর চরিত্রে দেখা যায়। যেখানে তাঁকে বেশ পরিণত বয়সের মহিলার চরিত্রে অভিনয় করতে হতো। তবে সেই চুক্তি এবার ভেঙে বেরিয়ে এলেন নায়িকা। স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি এই চরিত্রে কাজ করতে এখনই প্রস্তুত নন।

কিছুদিন আগেই সুখবর দিয়েছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ। তিনি ফিরছেন ধারাবাহিকে। আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। তবে ধারাবাহিকে তাঁকে পাওয়ার আশায় দিন গুনছিলেন অনেকেই। সেই মতো কাজও শুরু হয়। স্টার জলসার ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’-তে দেখা যাবে তাঁকে। খবর প্রকাশ্যে আসার পরই অনেকেই বেজায় আশাবাদী ছিলেন। তবে ধারাবাহিক শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই বিমুখ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সবটা জানিয়ে ধারাবাহিক থেকে সরে গেলেন তিনি। হঠাৎ কী এমন হল? কী লিখলেন শ্রীময়ী?
সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে তিনি জানালেন, “আমি বুলেট সরোজিনীতে রাগিনী চ্যাটার্জি চরিত্রটা করতাম, আজকে আমি চ্যানেল এবং হাউজের সঙ্গে কথা বলে NOC দিলাম, এখানে কোনও ব্যক্তিগত কারণ নেই, শুধুমাত্র চরিত্রটা আমার বয়স থেকে অনেকটা বড়, আমার মনে হয় আমার যা বয়স তাতে চার ছেলে মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করার মতো এলিজিবিলিটি আমার নেই, স্টার জলসা চ্যানেল এবং হাউস আমাকে অত্যন্ত সাপোর্ট করেছে, ভবিষ্যতে আমরা আবার একসঙ্গে কাজ করব।”
TV9 বাংলাকে শ্রীময়ী জানালেন, ”প্রথমে জানতাম আমার একজন ছেলেকে দেখানো হবে। আর একজন ছেলে থাকবে। চার ছেলেমেয়ের মা হওয়ার বিষয়টা জানতাম না। এখন চরিত্রটা করতে গিয়ে দেখছি, আমার জন্য বেশ ভারী হয়ে যাচ্ছে। ২৭ বছরে দেখতে ৪৭ বছরের মতো লাগবে, সেটা মুশকিল। সিনেমা হলে লুকে পরিবর্তন করা যায়। টেলিভিশনে সেটা সম্ভব নয়। সব দিক ভেবেই মনে হয়েছে, আমার এই চরিত্র থেকে সরে যাওয়া উচিত।”
প্রসঙ্গত, ধারাবাহিকে তাঁকে বেশ গুরুগম্ভীর চরিত্রে দেখা যায়। যেখানে তাঁকে বেশ পরিণত বয়সের মহিলার চরিত্রে অভিনয় করতে হতো। তবে সেই চুক্তি এবার ভেঙে বেরিয়ে এলেন নায়িকা। স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি এই চরিত্রে কাজ করতে এখনই প্রস্তুত নন। আর সেই কারণে এই ধারাবাহিকের সঙ্গে তাঁর সম্পর্কে ইতি। যদিও পরবর্তীতে যে কাজ করবেন না বা ধারাবাহিকে থাকবেন না এমনটা মোটেও নয়। চ্যানেল যে তাঁর সঙ্গে সহযোগিতা করেছে তা তিনি স্পষ্টই বুঝিয়ে দিলেন এদিনের মন্তব্যে।
