AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বিয়ের আগে থেকেই…’ হাসপাতালের বিছানায় শুয়ে এ কী লিখলেন শ্রীময়ী?

Kanchan-Sreemoyee: উসকো খুশকো চুল। পরনে হাসপাতালের জামা। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন শ্রীময়ী চট্টরাজ। হাতে স্যালাইনের চ্যানেল করার। ছবি দেখে বোঝাই যাচ্ছে শ্রীময়ীর শরীর এখনও পুরোপুরি সুস্থ হয়নি। পরম যত্নে স্ত্রী শ্রীময়ীকে খাইয়ে দিচ্ছেন স্বামী কাঞ্চন মল্লিক।

'বিয়ের আগে থেকেই...' হাসপাতালের বিছানায় শুয়ে এ কী লিখলেন শ্রীময়ী?
খুশিতে ডগমগ বিধায়ক
| Edited By: | Updated on: Nov 07, 2024 | 10:18 AM
Share

উসকো খুশকো চুল। পরনে হাসপাতালের জামা। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন শ্রীময়ী চট্টরাজ। হাতে স্যালাইনের চ্যানেল করার। ছবি দেখে বোঝাই যাচ্ছে শ্রীময়ীর শরীর এখনও পুরোপুরি সুস্থ হয়নি। পরম যত্নে স্ত্রী শ্রীময়ীকে খাইয়ে দিচ্ছেন স্বামী কাঞ্চন মল্লিক। বৃহস্পতিবার সকাল সকাল ছবি পোস্ট করলেন শ্রীময়ী। মেয়ে হওয়ার পর থেকে কিছু না কিছু পোস্ট করেই চলেছেন তিনি। কখনও মেয়ের খুদে খুদে আঙুল। কখনও আবার কাঞ্চনের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিচ্ছেন। বৃহস্পতিবার স্বামী কাঞ্চনের প্রতি তাঁর অনুভূতিই উজাড় করে দিলেন শ্রীময়ী। তিনি পূর্ণ স্বামীর ভালবাসার।

শ্রীময়ী লেখেন, “বিয়ের আগে হোক কিংবা পরে প্রতিটি মুহূর্তে আমার পাশে থেকেছে এই মানুষটি। প্রেগন্যান্সির প্রথম দিন থেকে আমার যত্ন নিয়েছে। আমার শরীরের যত্ন নিয়েছে। আমার যত ধরনের আবদার দাবি পূরণ করার চেষ্টা করেছে। এখনও আমাকে আর আমার মেয়ের যত্ন নিয়েই চলেছে এই মানুষটা। রাতের পর রাত হাসপাতালে আমার সঙ্গে কাটাচ্ছে। জেগে থাকছে। তোমার জন্যই এই পৃথিবীতে নতুন প্রাণ আনতে পেরেছি আমি। খুব ভালবাসি তোমায়।”

উল্লেখ্য, তাঁদের মেয়ে হওয়ার পর থেকে বিতর্ক কম হয়নি। তবে মেয়ে হওয়ার পর খুবই খুশি হয়েছেন কাঞ্চন। তিনি TV9 বাংলাকে বলেছিলেন, “আই অ্যাম ভেরি সরি। বুঝতেই পারছেন বাঙালি পরিবার, অনেক কিছু নিয়ম মানতে হয়। সেই কারণেই এই খুশির খবরটা কাউকে জানাতে চাইনি এতদিন। আজ শ্রীময়ীর কিছু অসুবিধে দেখা দেয় আচমকাই।চিকিৎসক জানান আজই সিজার করতে হবে। আর দেরি করিনি। মেয়ে হয়েছে আমাদের। আমরা মেয়েই চেয়েছিলাম। কালীপুজোর সময়েই ঘরে কন্যা এল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।”