সৃজিতের ফ্রেমে আবারও চমক, ১২ দাপুটে তারকার প্রথম লুকেই বাজিমাত

Srijit Mukherjee: তাঁর আগামী ছবি 'টেক্কা' নিয়ে যখন বেজায় কৌতুহলি দর্শকেরা তখনই তিনি আরও এক সুখবর শুনিয়েছিলেন। নতুন ছবির খবর-- সত্যি বলে সত্যি কিছু নেই। যদিও ছবির এই শিরোনাম সর্বশেষ নয়।

সৃজিতের ফ্রেমে আবারও চমক, ১২ দাপুটে তারকার প্রথম লুকেই বাজিমাত
Follow Us:
| Updated on: Jun 28, 2024 | 8:58 PM

সৃজিত মুখোপাধ্যায় মানেই বাংলা ছবির দর্শকদের এক বাড়তি কৌতুহল। পর্দায় আবারও নতুন চমক। একের পর এক জনপ্রিয় ছবি উপস্থাপনা করে দিন-দিন দর্শকদের খিদে বাড়িয়েই চলেছেন তিনি। যদিও কাজের খিদে তাঁর নিজেরও নেহাতই কম নয়। সে অসুস্থ শরীর নিয়ে রেইকি করা হোক, কিংবা সাত সমুদ্র তেরো নদীর পারে গোটা ইউনিট নিয়ে হইহই করে শুট করা হোক, তিনি থেমে থাকেননি। আর তাই তাঁর আগামী ছবি ‘টেক্কা’ নিয়ে যখন বেজায় কৌতুহলি দর্শকেরা তখনই তিনি আরও এক সুখবর শুনিয়েছিলেন। নতুন ছবির খবর– ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। যদিও ছবির এই শিরোনাম সর্বশেষ নয়। যেখানে টলিপাড়ার একঝাঁক দাপুটে তারকারা আবারও একই ফ্লোরে। ইতিমধ্যেই শুটিং শেষ।

মোট ১২ জন টলিউডের তারকারা থাকছেন ছবিতে। এবার সামনে এল তাঁদের প্রথম লুক। বৃহস্পতি ও শুক্রবার, এই দুইদিন মিলিয়ে একে একে সামনে এল সেই লুক। কার কারা থাকছেন ছবিতে? কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাহুল বন্দ্যোপাধ্যায় ও সুহোত্র মুখোপাধ্যায়।

ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নানা মতামত, রাজনীতিক ভাবনা, সেক্সুয়াল ওরিয়েন্টেশন… সম্পূর্ণ সামাজিক স্পেকট্রামকে তুলে ধরার চেষ্টা করেছি। শুটিং শেষ। এমন সব দুর্দান্ত অভিনেতাদের সঙ্গে কাজ করতে গিয়ে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে অনন্যা ও সৌরসেনীর সঙ্গে এটা আমার প্রথম কাজ। পরমব্রতের সঙ্গেও অনেক দিন পর আবার কাজ করলাম। তাই বাড়তি উত্তেজনা রয়েছে।’ উত্তেজনা রয়েছে দর্শকদেরও।

বাসু চট্টোপাধ্যায় পরিচালিত ‘এক রুকা হুয়া ফয়সলা’ অবলম্বনে তৈরি এই ছবি। এক কোর্টরুম ড্রামা। ১৯৮৬ সালে ‘এক রুকা হুয়া ফায়সলা’ আবার তৈরি হয়েছিল ইংরাজি নাটক ‘টুয়েলভ অ্যাংরি মেন’ অবলম্বনে। ছবির প্রযোজনায় SVF। তবে ছবিতে থাকা চরিত্রদের লুক কিংবা বিষয়বস্তু দর্শক মনে যতই চাঞ্চল্য সৃষ্টি করুক না কেন, এই ছবি কবে বড় পর্দায় আসতে চলেছে তা নিয়ে এখনও কোনও সঠিক উত্তর মেলেনি। কারণ আগে সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবির মুক্তি, পুজোয় আসতে চলেছে টেক্কা। আর তারপরই পাইপলাইনে এই ছবি।