AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হনুমানকে নিয়ে মন্তব্য, রামকেও অপছন্দ! প্রকাশ্যে মুখ খুলে বিপাকে ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

বারাণসী ছবির টিজার দেখাতে দেখাতে হঠাৎই বন্ধ হয়ে যায়। ঠিক তখনই রাজামৌলি বলে ওঠেন, একটু আগেই আমার বাবা বলছিলেন, যে আমার যে কোনও কাজের নেপথ্যে থাকে হনুমানজির আশীর্বাদ, এটা কি হনুমানের আশীর্বাদের জন্যই হল? রাজামৌলির এমন উক্তিতেই রুষ্ট হয়েছেন নেটিজেনদের একাংশ।

হনুমানকে নিয়ে মন্তব্য, রামকেও অপছন্দ! প্রকাশ্যে মুখ খুলে বিপাকে 'বাহুবলী' পরিচালক রাজামৌলি
SS Rajamouli
| Updated on: Nov 18, 2025 | 5:39 PM
Share

দক্ষিণী সিনেমার পরিচালক রাজামৌলি পড়লেন নতুন বিপাকে। নেটিজেনদের একাংশ ক্ষোভ উগরে দিলেন বাহুবলী পরিচালকের বিরুদ্ধে। অনেকে তো মনে করছেন, দ্রুত রাজামৌলির ক্ষমা চাওয়া উচিত।

হঠাৎ কী করে বসলেন পরিচালক?

সম্প্রতি রাজামৌলি নতুন ছবি বারাণসীর টিজার অনুষ্ঠানে যান্ত্রিক গোলযোগ হওয়ার ফলে রাজামৌলির মুখ ফসকে বেরিয়ে এল হনুমানজি সম্পর্কে এক উক্তি। যা শুনে রীতিমতো রেগে গিয়েছেন নেটিজেনদের একাংশ। অনেকে মনে করছেন, রাজামৌলির এই উক্তি একেবারেই অপমানজনক।

কী বলেছেন রাজামৌলি?

বারাণসী ছবির টিজার দেখাতে দেখাতে হঠাৎই বন্ধ হয়ে যায়। ঠিক তখনই রাজামৌলি বলে ওঠেন, একটু আগেই আমার বাবা বলছিলেন, যে আমার যে কোনও কাজের নেপথ্যে থাকে হনুমানজির আশীর্বাদ, এটা কি হনুমানের আশীর্বাদের জন্যই হল? রাজামৌলির এমন উক্তিতেই রুষ্ট হয়েছেন নেটিজেনদের একাংশ।

তবে এমনটি প্রথম নয়, এর আগে রামের প্রসঙ্গে টুইট করেও বিপাকে পড়েছিলেন রাজামৌলি। বারাণসী টিজার বিতর্কের মাঝে সেই পুরনো কাণ্ড ফের ভাইরাল সোশাল মিডিয়া। সেই সময় রাজামৌলি টুইট করে লিখেছিলেন, আমার রামকে একেবারেই পছন্দ নয়! রামমন্দির উদ্বোধনের আবহে রাজামৌলির এমন টুইট করায় বিতর্কের ঝড় বয়েছিল। বিতর্ক থেকে বাঁচতে সেই সময়, নিজের অবস্থান পালটে রাজামৌলি ফের টুইট করে লিখেছিলেন, রাম নয়, আমার কৃষ্ণকে পছন্দ। তবে হনুমান মন্তব্যে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি পরিচালক। রাজামৌলির এই বারাণসী ছবি দিয়েই বহুদিন বাদে ভারতীয় সিনেমার পর্দায় ফিরছেন দেশিগার্ল প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিতে রয়েছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুও।