ইন্ডাস্ট্রিতে আর্থিক দুর্নীতি! নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-তে বড় চমক
ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে ২ জুলাই থেকে। অভিনেত্রী জানিয়েছেন, সৌরভের অভিজ্ঞতা এবং পরিণত অভিনয় তাঁকে নিজের চরিত্রে আরও ভাল করে ঢুকতে সাহায্য করেছে। প্রসঙ্গত, স্টার জলসায় ‘লক্ষ্মী ঝাঁপি’ শুরু হচ্ছে ৩০ জুলাই।

গত কয়েকদিন ধরে একের পর এক নতুন ধারাবাহিক এসেছে দর্শকদের সামনে। আর সেই নতুনের তালিকায় এবার যোগ হল আরও এক নাম। ‘লক্ষ্মী ঝাঁপি’। পরিচালনায় সৃজিৎ রায়। সম্প্রচারিত হবে স্টার জলসায়। তবে শুরু হওয়ার আগেই কেন চর্চায় উঠে এল এই নতুন ধারাবাহিক? প্রোমো মুক্তি পাওয়ার পরই সিরিয়াল অনুরাগীদের বেশ পছন্দের তালিকায় উঠে এই ধারাবাহিকের উঠে আসার কারণ হল সাহসী চিত্রনাট্য। অতীতে কোনও ধারাবাহিককে এত সাহসী গল্পকে কেন্দ্র করে তৈরি হতে দেখা যায়নি।
‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের পটভূমিতে রয়েছে এক দুর্নীতির গল্প, রয়েছে এক লড়াইয়ের গল্প, ঘুরে দাঁড়ানোর গল্প। যেখানে দেখানো হচ্ছে সিনেপাড়ার কিছু বিতর্কিত কাহিনি, এক চিটফান্ডের অর্থে একের পর এক বাংলা সিনেমা তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে। গল্পে দেখা যাবে, তেমনই এক আর্থিক প্রতিষ্ঠানের কর্মীর মেয়ে বিয়ের দিনই চরম হেনস্থার মুখে পড়েন, যখন পরিবারের বিরুদ্ধে এমনই অভিযোগ ওঠে। এরপর কীভাবে সেই মেয়েটি বাবার পাশে দাঁড়ায়, লড়াই করে সামাজিক অপমানের বিরুদ্ধে—সেই কাহিনিই তুলে ধরা হবে ‘লক্ষ্মী ঝাঁপি’তে।
এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শুভস্মিতা মুখোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী। বহুদিন পর ছোট পর্দায় ফিরছেন অভিনেতা-পরিচালক সৌরভ, যার জন্য দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
শুভস্মিতা এর আগে ‘ঐশানী’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতেছেন। এবার ‘ঝাঁপি’ চরিত্রে এক নতুন রূপে ধরা দেবেন তিনি। তাঁর কথায়, “প্রমোতে যেমনটা দেখা গিয়েছে, তেমন সমাজের কঠিন বাস্তব ছবি উঠে এসেছে এই গল্পে। শুধুমাত্র এক আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করার কারণে অনেক পরিবার কীভাবে বিপদের মুখে পড়ে, সেই দিকটি তুলে ধরা হয়েছে।”
এই চরিত্রে প্রাণ ঢালতে অভিনেত্রী পুরনো সংবাদপত্র ঘেঁটে এমনই ঘটনার খোঁজ করেছেন। বিষয়টার মধ্যে ঢোকার চেষ্টা করেছেন। বলেন, “অনেক নির্দোষ মানুষ শুধু ভুল জায়গায় কাজ করার জন্য সমাজের চোখে দোষী হয়ে গিয়েছেন। কেউ কেউ অপমান সহ্য করতে না পেরে আত্মহননের পথও বেছে নিয়েছেন।”
ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে ২ জুলাই থেকে। অভিনেত্রী জানিয়েছেন, সৌরভের অভিজ্ঞতা এবং পরিণত অভিনয় তাঁকে নিজের চরিত্রে আরও ভাল করে ঢুকতে সাহায্য করেছে। প্রসঙ্গত, স্টার জলসায় ‘লক্ষ্মী ঝাঁপি’ শুরু হচ্ছে ৩০ জুলাই। এখন দেখার নতুন স্বাদের এই ধারাবাহিক দর্শক মনে কতটা জায়গা করে নেয়।
