‘আমি মানসিকভাবে বিপর্যস্ত…’, হঠাত্ কেন এমন বললেন সানি দেওল?
সানি দেওল তাঁর পরবর্তী ছবি 'বর্ডার ২'–এর মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। ছবিটির গান ‘ঘর কব আওগে’–র লঞ্চ উপলক্ষে তিনি জয়সলমেরে ছবির অভিনেতা ও কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সানি ছবিটি নিয়ে কথা বলেন এবং বহু বছর আগে 'বর্ডার' ছবির শুটিংয়ের স্মৃতি তুলে আনেন। পাশাপাশি তিনি তাঁর বাবা ধর্মেন্দ্রর ছবি 'হকীকত' থেকে অনুপ্রাণিত হওয়ার কথাও স্মরণ করেন।

সানি দেওল তাঁর পরবর্তী ছবি ‘বর্ডার ২’–এর মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। ছবিটির গান ‘ঘর কব আওগে’–র লঞ্চ উপলক্ষে তিনি জয়সলমেরে ছবির অভিনেতা ও কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সানি ছবিটি নিয়ে কথা বলেন এবং বহু বছর আগে ‘বর্ডার’ ছবির শুটিংয়ের স্মৃতি তুলে আনেন। পাশাপাশি তিনি তাঁর বাবা ধর্মেন্দ্রর ছবি ‘হকীকত’ থেকে অনুপ্রাণিত হওয়ার কথাও স্মরণ করেন।
অনুষ্ঠানে সানি বলেন, “আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের পরিবারেরই একজন অংশ, যেদিন থেকে আমি ‘বর্ডার’ করেছি। আমি ‘বর্ডার’ করেছিলাম কারণ বাবার ছবি ‘হকীকত’ যখন দেখেছিলাম, তখন সেটি আমার খুব ভালো লেগেছিল। তখন আমি খুব ছোট ছিলাম। পরে যখন আমি অভিনেতা হই, তখন সিদ্ধান্ত নিই বাবার মতোই এমন একটি বিষয়ভিত্তিক ছবি করব। জে পি দত্তা সাহেবের সঙ্গে কথা বলি এবং আমরা দু’জনে মিলে ঠিক করি যে এই বিষয়েই ছবি বানাব, যেটা খুবই প্রিয় এবং আজও আপনাদের সবার হৃদয়ে জায়গা করে আছে।”
‘হকীকত’ ছবিটি মুক্তি পায় ১৯৬৪ সালে। এটি ১৯৬২ সালের ভারত–চিন যুদ্ধের ঘটনাবলীর উপর ভিত্তি করে তৈরি, যেখানে লাদাখে অবস্থানরত এক ছোট সেনাদলকে অনেক বড় প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায়। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। এদিন সানি আরও বলেন, “আমি বেশি কিছু বলতে পারছি না, আমি একটু মানসিকভাবে বিপর্যস্ত!” তিনি এখানে তাঁর বাবা ধর্মেন্দ্রর মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করছিলেন। ধর্মেন্দ্র ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছে ‘ইক্কিস’ ছবিতে, যা ১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
