Shocking Video: মেরে দেহ পুঁতে দেওয়া হয়েছে বাগানে? ভয়ানক বিপাকে সুদীপা
স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করেছেন, ওই পশু দেখভাল কেন্দ্র ঘিরে দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল তাঁদের। একাধিকবার পচা গন্ধে অতিষ্ট হয়েছেন তাঁরা। তাঁদের আশঙ্কা, ওই কেন্দ্রেই প্রাণী হত্যার মতো ভয়ঙ্কর কাজ হয়ে থাকে। গজুবাবুর ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে কি না, তা এখনও প্রমাণিত হয়নি।

ভয়ানক সমস্যার মুখে এবার অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। শনিবার রাতে যে পরিস্থিতির সম্মুখিন হলেন তিনি, তা শুনে শিউরে উঠছেন অনেকেই। বরাবরই নায়িকা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। তার ফলে তাঁর ভাইঝির প্রিয় পোষ্য পার্শিয়ান বিড়াল ‘গজুবাবু’-কে অনেকেই চেনেন। তবে সেই পোষ্য এবার নিখোঁজ। শুধু তাই নয়, সুদীপার ধারণা তাকে মেরে পুঁতে দেওয়া হয়েছে বাগানে। ঘটনায় তোলপাড় সোশ্যাল মিডিয়া। অভিযোগের তির উঠেছে একটি পশু দেখভাল কেন্দ্রের (পেট ক্রেস) কর্মীর দিকে।
জানা গিয়েছে, বেড়াতে যাওয়ার আগে পোষ্যটিকে কলকাতার একটি পশু দেখভাল কেন্দ্রে রেখে যান সুদীপার ভাইঝি। শনিবার তাঁরা ফিরে এসে জানতে পারেন, তাঁদের আদরের বিড়ালটি আর নেই। প্রথমে অস্পষ্ট উত্তর মিললেও পরে জানা যায়, কেন্দ্রের এক কর্মী ভুল করে বিড়ালটিকে অন্য এক ব্যক্তিকে দিয়ে দিয়েছেন। যদিও সেই ব্যক্তি কে, সে সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারেননি তিনি।
সুদীপা এরপরই সোশ্যাল মিডিয়ায় এসে বলেন, “অনেক ভরসা করে ওখানে রেখে গিয়েছিলাম আমাদের আদরের গজুবাবুকে। ফিরে এসে ভাইঝি খোঁজ করতেই বোঝা যায়, বিড়ালটি নিখোঁজ।’’ সুদীপার দাবি, এটি নিছক ভুল নয়, বরং ইচ্ছাকৃতভাবে ঘটানো এক নিন্দনীয় কাজ।
পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করেছেন, ওই পশু দেখভাল কেন্দ্র ঘিরে দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল তাঁদের। একাধিকবার পচা গন্ধে অতিষ্ট হয়েছেন তাঁরা। তাঁদের আশঙ্কা, ওই কেন্দ্রেই প্রাণী হত্যার মতো ভয়ঙ্কর কাজ হয়ে থাকে। গজুবাবুর ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে কি না, তা এখনও প্রমাণিত হয়নি।
এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি। তবে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড় অব্যাহত। পোষ্যপ্রেমীদের একাংশ দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন।
