AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sushmita Sen- Renee- Alisah: বিয়ে না করে সন্তান দত্তক নেওয়ার জন্য সমালোচিত সুস্মিতা সেন

Sushmita Sen- Renee- Alisah: মাত্র ২৪ বছর বয়সে তিনি রেনে-কে দত্তক নেন। অনেকেই অবাক হয়েছিলেন তাঁর সিদ্ধান্তে। অনেকে নানা প্রশ্নও তুলেছেন এই বিষয়ে।

Sushmita Sen- Renee- Alisah: বিয়ে না করে সন্তান দত্তক নেওয়ার জন্য সমালোচিত সুস্মিতা সেন
| Edited By: | Updated on: Mar 09, 2022 | 7:45 AM
Share

২০০০ সাল। খবর প্রকাশিত হয়েছিল প্রথম বার মা হলেন সুস্মিতা সেন। কিন্তু তিনি তো বিয়ে করেননি? বিয়ে না করেই মা? একা সন্তান পালন করা সম্ভব নাকি? সমাজের তথাকথিত নিয়মের বাইরে গিয়ে কেউ কোনও কিছু করলেই প্রশ্ন উঠে. এক্ষেত্রেও তার অন্যথা হল না। সেই সময় নানা প্রশ্নবাণে জর্জরিত হয়েছিলেন বলিউডের ‘সিঙ্গল মাদার’। কিন্তু তিনি তো সুস্মিতা সেন। নিজের নিয়মে চলেছেন বরাবরই। এবারও তার ব্যতিক্রম হল না।

২০১০ সাল। আবার মা হলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। এবারও তিনি অবিবাহিত। এবং আজও তিনি অবিবাহিতই। কিন্তু তিনি দুই কন্যার গর্বিত মা। সন্তানের জন্য তাঁর পুরুষের প্রয়োজন পড়েনি। কোনও কিছুই তাঁকে আটকাতে পারেনি। বরং মাতৃত্বকে খোলা আকাশ দিয়েছেন তিনি। সন্তানদের জন্য কিছুদিন অভিনয় থেকেও নিয়েছেন বিরতি। ৮ মার্চ নারী দিবসে সেই দিনগুলির স্মৃতিচারণ করলেন সুস্মিতা। রেনে এবং আলিশা- দুই কন্যাসন্তানকে দত্তক নেওয়ার পরের বিতর্ক এবং একঘর আনন্দের কথা মুক্ত কণ্ঠে জানালেন সুস্মিতা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে।

মাত্র ২৪ বছর বয়সে তিনি রেনে-কে দত্তক নেন। অনেকেই অবাক হয়েছিলেন তাঁর সিদ্ধান্তে। অনেকে নানা প্রশ্নও তুলেছেন এই বিষয়ে। আজ ইনস্টাগ্রামে নিজের একটি বিজ্ঞাপনের ছবি পোস্ট করেন তিনি। যেখানে ‘সিঙ্গল মাদার’ বিষয়ে জয়গান গাওয়া হয়েছে। ছবির সঙ্গে তিনি লিখেছেন, “আমার তখন ২৪ বছর বয়স। রেনে আমার হৃদয় থেকে জন্ম নিল। জীবনের একটি বিশাল বড় সিদ্ধান্ত ছিল সেটি। অনেকে প্রশ্নও তুলেছিল। দত্তক নেবে কেন? বিয়ে না করে সন্তান পালন করবে কীভাবে? সিঙ্গল মাদার হওয়ার জন্য আদৌ প্রস্তুত কি না? পেশাগত এবং ব্যক্তিজীবনে এই সিদ্ধান্তের কতটা প্রভাব পরবে তা আন্দাজ করতে পারছি কি? প্রশ্ন এবং মতের কোনও শেষ ছিল না, কিন্তু আমি জানতাম, বিশ্বাস করেছিলাম, ঠিক সিদ্ধান্ত নিচ্ছি। আমি মনে মনে জানতাম, মা হওয়ার জন্য একেবারে প্রস্তুত আমি।” আর আজ আরিয়া-সুস্মিতা মনে করেন,  রেনেকে দত্তক নেওয়া তাঁর জীবনের সব থেকে সঠিক সিদ্ধান্ত ছিল। অনেকদিন পর আবার অভিনয়ে ফিরেছেন সুস্মিতা রাম মাধওয়ানির ‘আরিয়া’ ওয়েব সিরিজ দিয়ে। দুটো সিজিনেই তিনি নেট দুনিয়া কাঁপিয়েছেন।

আরও পড়ুন- Women’s day 2022: টেলিভিশনের পুরুষ অভিনেতাদের জীবনের অনস্ক্রিন আর অফস্ক্রিনের নারী

আরও পড়ুন- West Bengal Nattya Mela: শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির একবিংশ নাট্যমেলা

আরও পড়ুন- Kalkokkho: ‘পথের পাঁচালী’র পরিবেশনার দায়িত্বে থাকা প্রযোজনা সংস্থা ফিরছে ছবি-নির্মাণে, ফিরবে কি বাংলা ছবির হাল?