শোভনকে বলেছিলাম ‘ভ্যালেনটাইনস ডে’ আসছে, ও বলল তুই কি পাগল হয়েছিস?: স্বস্তিকা দত্ত
প্রেমের প্রসঙ্গ উঠলেই মুখ খুলতে নারাজ দু’জনেই । প্রেম না তাঁরা নাকি বন্ধু জোনে।
‘বাতাসে বহিছে প্রেম’…
তাঁদের প্রেমের গল্প এখন ‘টক অফ দ্য টাউন’। সোশ্যাল মিডিয়ায় একে অপরের পোস্টে কমেন্ট করতে কিংবা লভ রিয়্যাক্ট করতে দু’বার ভাবেন না। তাঁদের একজন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। আর অন্যজন সঙ্গীত জগতের চর্চিত নাম শোভন গঙ্গোপাধ্যায়। কিন্তু প্রেমের প্রসঙ্গ উঠলেই মুখ খুলতে নারাজ দু’জনেই । প্রেম না তাঁরা নাকি বন্ধু জোনে। একথা TV9 বাংলাকে জানালেন স্বস্তিকা। কিন্তু হঠাৎ এই কথা বলার কারণ কী?
ভালবাসার সপ্তাহ চলছে। স্বস্তিকার সঙ্গে আলাপচারিতার বিষয় ছিল মূলত ভ্যালেন্টাইন্স উইক এবং তাঁর মনের মানুষ। প্রশ্ন ছিল, এই এতগুলো বিশেষ দিনের মধ্যে তাঁর বিশেষ বন্ধু কোন দিনটা উদযাপন করলেন স্বস্তিকার সঙ্গে? মিষ্টি হেসে নায়িকার স্পষ্ট উত্তর, “আমি যদি কখনও ভুলবশত শোভনকে টেডি ডে বা চকোলেট ডে’র কথা বলি ও আমাকে বেলুড় থেকেই ডান্ডা ছুড়ে মারবে। একদিন ভুল করে আমি বলে ফেলেছিলাম ওকে ভ্যালেনটাইনস ডে আসছে। ও আমার মেসেজের উত্তর না দিয়ে ফোন করে বলে তুই কি পাগল হয়ে গিয়েছিস? তোকে কী পাগলা গারদে দেব? নাকি নিজে পাগলা গারদে যাব? ওর কাছে বছরের প্রত্যেকটা দিনই ভালবাসার দিন।”
View this post on Instagram
হ্যাঁ শোভনের সঙ্গে ঠিক এই জায়গাটাতেই স্বস্তিকার ভীষণ ভাবে মিলে যায়। ভালবাসার মানুষকে কোনও কিছু উপহার দেওয়ার জন্য বা উপহার পাওয়ার ক্ষেত্রে বিশেষ কোনও দিনের প্রয়োজন পড়ে না। বছরের যে কোনও দিনেই সেটা দেওয়া যায়। ওঁদের কাছে ভালবাসার শর্ত আর উদযাপন আসলে এটাই।
View this post on Instagram
তা বলে, সকলের মত এই দিনটায় ভালবাসার মানুষটার থেকে একটা স্পেশ্যাল মেসেজ পেতে স্বস্তিকার কী কখনও ইচ্ছে হয় না? নায়িকার উত্তর, “আসলে শুটিং করতে করতে, এখন সব কিছুই এতটা রিল হয়ে গিয়েছে, রিয়েল লাইফে যে এই দিনগুলো কেউ সেলিব্রেট করে সেই নির্যাসটাই আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে। তবে কোনও দিন যে সেলিব্রেট করিনি তা বললে ভুল বলা হবে। তবে এখন যদি আমি ভালবাসার দিন উদযাপন করি, তাহলে আমি ‘ভ্যালেনটাইনস ডে’-র দিন আমার ভালবাসার মানুষটিকে সাতটি চিঠি দেব।প্রেমের সপ্তাহে সাত দিনের সাতখানা চিঠি।”
আরও পড়ুন:‘অনসম্বল’-এর ৩৮ বছরের সেলিব্রেশনে সোহাগ, সুজয়প্রসাদ-সহ শিল্পীদের অনুষ্ঠান