Swastika Mukherjee: মাঘের শেষেই বিয়ের সানাই বাজল স্বস্তিকার?

Swastika Mukherjee:মাঘের শীতে কাবু নয় বাঙালি। বরং বসন্তের ফুরফুরে হাওয়ার দেখা মিলছে খানিক আগেই।

Swastika Mukherjee: মাঘের শেষেই বিয়ের সানাই বাজল স্বস্তিকার?
মাঘের শেষেই বিয়ের সানাই বাজল স্বস্তিকার?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2023 | 8:40 PM

মাঘের শীতে কাবু নয় বাঙালি। বরং বসন্তের ফুরফুরে হাওয়ার দেখা মিলছে খানিক আগেই। কবি বলেছিলেন, “শীত এলে বসন্ত কি পিছিয়ে থাকবে’? পিছিয়ে নেই, বরং কিছুটা আগেই যেন চলে এসেছে ঋতুরাজ। আর এই বসন্ত আসার আগেই, বিয়ের খবর দিলেন স্বস্তিকা। মাথা ভর্তি সিঁদুর, জমকালো গয়না আর শাড়িতে অনন্যা স্বস্তিকা লিখলেন, ‘বিয়ের সানাই বাজছে’। নেপথ্যে আবার উস্তাদ নুসরত ফতেহ আলি খাঁ-এর গান, ‘এ রি সখি’। সব মিলিয়ে বিয়ের মরসুমে চমকে দেওয়া ভিডিয়ো প্রকাশ তাঁর।

না, স্বস্তিকা সাতপাক ঘুরছেন না। আর বিয়ের পিঁড়িতেও বসার ইচ্ছে নেই তাঁর, জানিয়েছে একাধিক সাক্ষাৎকারে। এ ভিডিয়ো ও ক্যাপশন নেহাতই প্রচারমূলক। তবু কনের সাজে প্রিয় অভিনেত্রীকে দেখে মুগ্ধ নেটিজেন। চোখ ফেরানোই দায়। কমেন্ট বক্সে এসেছে সুমন্তব্য। তাঁর ভুবনভোলানো হাসিতে বুঁদ নেটিজেন।

খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল স্বস্তিকার। পরিবারের ইচ্ছেতেই বিয়ে হয় তাঁর। স্বামী প্রমিত সেন, সঙ্গীতশিল্পী সাগর সেনের ছেলে। এত কম বয়সে বিয়ে, বিচ্ছেদ… জীবনের এতগুলো অধ্যায় পেরিয়ে এসে আজ কি আক্ষেপ হয় স্বস্তিকার? সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে করা হয়েছিল এই প্রশ্ন। স্বস্তিকা যা উত্তর দিলেন তা অবাক করাবে আপনাকে। না তাঁর আক্ষেপ হয় না। কেন? নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। স্বস্তিকার কথায়, “যদি কখনও মনেও আসে যে বিয়ে ছাড়াও তো থাকতে পারতাম। তখনই মনে হয় মেয়েটাকে তো পেতাম না। আমার গোটা অস্তিত্বটাই যে অবলুপ্ত হয়ে যেত। আমি পাগল হয়ে যেতাম।” মেয়ে অন্বেষার সঙ্গে তাঁর বয়সের ফারাক খুব বেশি নয়। কিন্তু দুজনের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মেয়েকে নিয়ে মাঝেমধ্যেই ছবি পোস্ট করেন তিনি। মেয়েই তাঁর শক্তি, সে কথা বহু সাক্ষাৎকারে বলেছেন তিনি। সিরিয়াল দিয়ে ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেন স্বস্তিকা। এরপর একের পর এক ছবি করেছেন তিনি। কখনও হিন্দি আবার কখনও বাংলা– এই দুই মাধ্যমেই কাজ করেছেন চুটিয়ে। হয়েছেন কমার্শিয়াল ছবির হিরোইন, আবার বেছে নিয়েছেন আর্ট ফিল্মও। তাঁর কেরিয়ার গ্রাফ বেশ উঁচুতে। সম্প্রতি নেটফ্লিক্স সিরিজ ‘কলা’তে দেখা গিয়েছে তাঁকে। সেই সিরিজও বেশ হিট। স্বস্তিকার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।