ভিকি কি এখনও আগের মতোই আছেন? কী বললেন প্রথম নায়িকা শ্বেতা?
২০১৫ সালে মুক্তি পায় ভিকি কৌশলের প্রথম অভিনীত বলিউড ছবি ‘মাসান’। ছবিতে অভিনয় করেছিলেন রিচা চাড্ডা, শ্বেতা ত্রিপাঠী, পঙ্কজ ত্রিপাঠী। শ্বেতা ছিলেন ভিকির নায়িকা। চরিত্রের নাম ছিল শালু। দীপক কুমারের চরিত্রে অভিনয় করে বিপুল প্রশংসা পেয়েছিলেন ভিকি।
২০১৫ সালে মুক্তি পায় ভিকি কৌশলের প্রথম অভিনীত বলিউড ছবি ‘মাসান’। ছবিতে অভিনয় করেছিলেন রিচা চাড্ডা, শ্বেতা ত্রিপাঠী, পঙ্কজ ত্রিপাঠী। শ্বেতা ছিলেন ভিকির নায়িকা। চরিত্রের নাম ছিল শালু। দীপক কুমারের চরিত্রে অভিনয় করে বিপুল প্রশংসা পেয়েছিলেন ভিকি। সমালোচকেরা বলেছিলেন, এক তারকা জন্ম দিয়েছে এই ছবিটি।
‘মাসান’-এ অভিনয়ের পর বেশকিছু বলিউড ছবিতে অভিনয় করেন ভিকি। যেমন–‘রাজ়ি’, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘সর্দার উধাম’, ‘জ়ারা হাটকে জ়ারা বাঁচকে’, ‘মাস বাহাদুর’। রোম্যান্স, ট্র্যাজেডি, কমেডি সব ধরনের চরিত্রেই দুর্দান্ত পারফর্ম করতে পারেন ভিকি। ভিকির এই সাফল্য কি তাঁকে পাল্টে দিল পুরোপুরি? কী বলেছেন তাঁর প্রথম ছবি ‘মাসান’-এর নায়িকা শ্বেতা?
‘মির্জ়াপুর’, ‘গন কেশ’, ‘মেড ইন হেভেন’-এর মতো ছবিতে অভিনয় করেছেন শ্বেতা। ভিকি সম্পর্কে তিনি বলেছেন, “ভিকি এক্কেবারে একই রকম মাটির মানুষটাই আছেন। এত সাফল্য আসার পরও তিনি পাল্টে যাননি।” উল্লেখ্য বর্তমানে ক্যাটরিনা কইফের সঙ্গে সুখে সংসার করছেন অভিনেতা। নিজেকে ‘হাজব্যান্ড মেটিরিয়াল’ হিসাবে দাবিও করেছিলেন নায়ক। অভিনেতার শুধু অভিনয়ে মুগ্ধ যে দর্শক তেমনটা মোটেই নয়। মানুষ ভিকিকে পুরো নম্বর দিয়েছেন অনুরাগীরা।