তামান্নাকে বুকে জড়িয়ে ধরে কে বলেছিলেন ‘মেরি তামান্না’? সারা রাত ঘুমতে পারেননি নায়িকা
সম্প্রতি এক জাতীয় স্তরের পডকাস্টে এসে তাঁর কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন নিয়ে আড্ডা জমিয়েছেন। সেই সাক্ষাৎকারের থেকেই জানা গেল সুপারস্টার তামান্না কার অনুরাগী।

নায়িকা তামান্না ভাটিয়ার ফ্যান ফলোয়ার আসমুদ্র হিমাচল। দক্ষিণের ছবি হোক কি হিন্দি ছবি, সিরিজ থেকে বিজ্ঞাপন, যেখানেই নায়িকাকে দেখা যায়, মন্ত্র মুগ্ধ হয়ে যায় দর্শক। তামান্না স্কুলে থাকতেই সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে যান। ‘বাহুবলী’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। অভিনয় হোক বা আইটেম ডান্স, শিশু থেকে বৃদ্ধ ,সকলেই তাঁর অনুরাগী।
সম্প্রতি এক জাতীয় স্তরের পডকাস্টে এসে তাঁর কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন নিয়ে আড্ডা জমিয়েছেন। সেই সাক্ষাৎকারের থেকেই জানা গেল সুপারস্টার তামান্না কার অনুরাগী। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিহ্বল হয়ে পড়েছিলেন তিনি। একজন সুপারস্টার হয়েও তিনি বাচ্চাদের মতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তিনি হাজার হৃদয়ে রয়েছেন ঠিক, তবে তাঁর হৃদয়ে রয়েছেন আর এক ডিভা। তিনি অভিনেত্রী মাধুরী দীক্ষিত।
তিনি জানান, মাধুরী ম্যাম জানতেন যে তামান্না তাঁর ফ্যান । মাধুরীর মেকআপ আর্টিস্ট তামান্নার বেস্ট ফ্রেন্ড, তাঁর সাহায্যেই মাধুরী দীক্ষিতের সঙ্গে দেখা করেন। তাঁর কথায়, “আমি মাধুরী জি-র সঙ্গে ওর মেকআপ ভ্যান পৌঁছই, মাধুরী ম্যাম আমায় বুকে জড়িয়ে ধরে বলেন, ‘মেরি তামান্না’, সেই দিন আমি ঘুমোতে পারিনি। আমার জীবনের শ্রেষ্ঠ সময় সেটা। আমার স্বপ্ন পূরণ হয়ছিল। খুব মিষ্টি মানুষ মাধুরী জি।”
