ভোটে হেরে বিজেপি ছাড়েন, প্রাণপ্রতিষ্ঠার দিন তনুশ্রীর কণ্ঠে ‘জয় শ্রী রাম’
Tanusree Chakraborty: প্রসঙ্গত, শুধু তনুশ্রীই নয়, ২০২১ বিধানসভা ভোটে যশ দাশগুপ্ত, পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ অনেক তারকাই বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। রাজ্য সরকারকে টেক্কা দেওয়ার জন্য তারকাদের তুরুপের তাস করলেও বিজেপির বেশিরভাগ তারকাপ্রার্থীই পরাজিত হয়েছিলেন।

সাল ২০২১, সবাইকে চমকে দিয়ে শ্যামপুর কেন্দ্রে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তনুশ্রী চক্রবর্তী। যদিও সেই কেন্দ্রে তিনি জয়ী হননি। এর পর থেকে সে ভাবে তাঁকে রাজনীতির মঞ্চে দেখা না গেলেও রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার দিন কার্যতই আবেগঘন হয়ে পড়তে দেখা গেল তনুশ্রীকে। অযোধ্যায় তিনি হাজির হননি। তবে মন্দিতে গিয়ে পুজো দিতে দেখা গেল তাঁকে। একই সঙ্গে লিখলেন, “এই পুণ্যদিনে, শ্রীরাম চন্দ্রের দেখানো পথ ধরেই যেন আমরা হাঁটতে পারি। তিনিই প্রকৃত ন্যায়, শান্তির প্রতীক। জয় শ্রী রাম।”
প্রসঙ্গত, শুধু তনুশ্রীই নয়, ২০২১ বিধানসভা ভোটে যশ দাশগুপ্ত, পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ অনেক তারকাই বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। রাজ্য সরকারকে টেক্কা দেওয়ার জন্য তারকাদের তুরুপের তাস করলেও বিজেপির বেশিরভাগ তারকাপ্রার্থীই পরাজিত হয়েছিলেন। শ্রাবন্তী, যশ, পায়েল জানিয়েছিলেন এই মুহূর্তে আর নিজেদের রাজনীতির সঙ্গে যুক্ত করতে চান না। তবে শুধু তাঁরাই নন, বিজেপি ছেড়েছিলেন তনুশ্রীও। বলেছিলেন পড়াশোনা করেই রাজনীতির ময়দানে নামা উচিৎ।
কিন্তু এ দিনের এই ছবি নিয়ে চলছে নানা আলোচনা। সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই তনুশ্রীর মুখে জয় শ্রী রাম ধ্বনি– নেহাতই ভক্তি নাকি এর নেপথ্যে কাজ করছেন রাজনৈতিক পদক্ষেপ? এমনটাই প্রশ্ন তুলেছেন ভক্তরা। তনুশ্রী যদিও উত্তর ছেড়ে দিয়েছেন সময়ের হাতে।
View this post on Instagram
