Madhabilata Trolling: সিনটা দেখে অনেকের চোখেই জল এসেছে, কোন দৃশ্য নিয়ে একথা বললেন ‘মাধবীলতা’ শ্রাবণী ভুঁইয়া?
Shrabani Bhunia: নেটিজ়েনদের টিকাটিপ্পনি ভেসে আসছে সারাক্ষণ, ব্যাপাক মাত্রায় ট্রোল করা হচ্ছে 'মাধবীলতা'কে। ভিডিয়ো তৈরি করে ক্যাপশনে লেখা হয়েছে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'...
স্নেহা সেনগুপ্ত
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ক্লিপ। সেই ক্লিপটি বাংলা ধারাবাহিক ‘মাধবীলতা’র। নায়িকা মাধবীলতা (অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া) নায়ক সবুজকে (সুস্মিত মুখোপাধ্য়ায়) বলছে, দশম শ্রেণির পরীক্ষায় পদার্থ বিজ্ঞানে সে ১০০-য় ৯৮ শতাংশ নম্বর পেয়েছিল। ২ নম্বর কাটা গিয়েছিল কারণ, পরীক্ষার হলে তার পেনের কালি শেষ হয় যায়। তার কাছে একটাই পেন ছিল। তারা গরিব। একটার বেশি দু’টো পেন কেনার সামর্থ নেই। পরীক্ষার আগে অনেকের কাছে পেন চেয়েছিল মাধবীলতা, কিন্তু কেউ তাকে একটা পেন কিনে দিয়ে সাহায্য করেনি।। ধারাবাহিকের এই ক্লিপটিই মারাত্মক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজ়েনদের টিকাটিপ্পনি ভেসে আসছে সারাক্ষণ, ব্যাপাক মাত্রায় ট্রোল করা হচ্ছে। ভিডিয়ো তৈরি করে ক্যাপশনে লেখা হয়েছে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’… এ সব দেখে কী মনে হচ্ছে নায়িকা মাধবীলতা, থুড়ি অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়ার? জানালেন কী TV9 বাংলাকে…
শ্রাবণীর বক্তব্য: “ট্রোল দেখে একটা বিষয় বুঝলাম, ‘মাধবীলতা’ দর্শক দেখছে। তবে আমি খিল্লি কিংবা ট্রোলিং নিয়ে কিছুই বলব না। এটুকুই বলব, মাধবীলতা চরিত্রটা আমার কাছে স্বপ্নের মতো। এই চরিত্রে অভিনয় করতে পেরে আমি আপ্লুত। যে সিনটা নিয়ে এত কথা হচ্ছে, সেটা আমার নিজের ব্যক্তিগতভাবে দারুণ ভাল লেগেছে। আমিও যখন ছোটবেলায় স্কুলে পড়েছি, দেখেছি কারও-কারও সত্যিই বইখাতা কেনার সামর্থ নেই। সেই দারিদ্র কিন্তু এখনও আমাদের সমাজে আছে। অনেক মানুষ আছেন, অর্থের অভাবে লেখাপড়া করতে পারেন না। তাই সিনটা করার সময় ওই সেন্টিমেন্টগুলোর কথাই আমার মনে হয়েছে। সুতরাং, এই স্পর্শকাতর বিষয়টা নিয়ে এরকম ট্রোলিং হবে আমি ভাবিনি। তবে দর্শকের থেকে অনেক পজ়িটিভ প্রতিক্রিয়াও পেয়েছি। অনেকেই বলেছেন, সিনটা দেখে চোখে জল চলে এসেছে তাঁদের।”
মাধবীলতা পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রামের মেয়ে। সে গাছপালা, পশুপাখি ভালবাসে। গাছকে নিজের ‘মা’ বলে মনে করে। প্রকৃত অর্থেই সে পরিবেশবান্ধব। দূষণ সহ্য করতে পারে না। পুরুলিয়ায় কাঠের চোরাচালানকারীদের বিরুদ্ধে সে একাই লড়াই করে। তাঁর সঙ্গে বিয়ে হয় সবুজের। যার বাবা পুষ্পরঞ্জন চৌধুরী চোরাচালানকারীদের ‘বড়বাবু’। পুষ্পরঞ্জনকে কীভাবে শায়েস্তা করবে মাধবীলতা, তাই নিয়েই ধারাবাহিকের গল্প। অল্পদিনের মধ্যেই দর্শকের তা ভাল লেগে গিয়েছে।