Bengali Serial TRP: মাঠে নেমেই উড়ল ‘ফড়িং’, সেরা ৩-এ জায়গা কোন কোন ধারাবাহিকের?

গত সপ্তাহের টিআরপি দেখে দর্শকের একাংশের অনুমান ছিল 'খুকুমণী হোম ডেলিভারি' হয়তো এই সপ্তাহে টপকে যেতে পারে মিঠাই-কে। কিন্তু সে গুড়ে বালি।

Bengali Serial TRP: মাঠে নেমেই উড়ল 'ফড়িং', সেরা ৩-এ জায়গা কোন কোন ধারাবাহিকের?
মাঠে নেমেই উড়ল 'ফড়িং', সেরা ৩-এ জায়গা কোন কোন ধারাবাহিকের?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 20, 2022 | 6:15 PM

নতুন বছরে বৃহস্পতি তুঙ্গে স্টার জলসার। ২০২১-এর খাঁ খাঁ মরুভূমি এখন রীতিমতো সুজলা-সুফলা। প্রতিটি নতুন ধারাবাহিকই যেন তৈরি করছে নতুন রেকর্ড। সদ্য লঞ্চ হওয়া ধারাবাহিক ‘আলতা ফড়িং’ও প্রথম সপ্তাহতেই করল বাজিমাত। তার প্রাপ্র নম্বর ৯.২। টিআরপি’র তালিকায় রেকর্ড মার্কস পেয়ে তৃতীয় স্থানে ধারাবাহিকটি। একই সঙ্গে তকমা ছিনিয়ে নিল চ্যানেল টপারেরও। অন্যদিকে আলতা ফড়িং-য়ের সঙ্গেই এক দিনেই শুরু হওয়া জি-বাংলার ধারাবাহিক ‘পিলু’ জার্নি শুরু করল ৭.৮ নম্বর দিয়ে। তবে বরাবরেই মতোই এক নম্বর দখল করে বসে রইল ‘মিঠাই’-ই।

গত সপ্তাহের টিআরপি দেখে দর্শকের একাংশের অনুমান ছিল ‘খুকুমণী হোম ডেলিভারি’ হয়তো এই সপ্তাহে টপকে যেতে পারে মিঠাই-কে। কিন্তু সে গুড়ে বালি। বরং বেশ খানিকটা নম্বরের ফারাক করে এই সপ্তাহে তার ঝুলিতে ৮.৬। অন্যদিকে মিঠাই পেয়েছে ১০.২ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছে জি-বাংলার ধারাবাহিক ‘উমা’।

প্রথম ও দ্বিতীয় স্থান জি-বাংলার দখলে থাকলেও গড় হিসেব বলছে, মোট নম্বরের নিরিখে জি-এর থেকে অনেকটাই এগিয়ে স্টার জলসা। ধুলোকণা, মনফাগুণ, আয় তবে সহচরী– এই প্রত্যেকটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বরই ৮.০-এর ঘর ছুঁয়েছে। অন্যদিকে স্লট চেঞ্জ হওয়ার এই সপ্তাহে কিছুটা নম্বর খুইয়ে রাসমণী পেয়েছে ৬.৫। নম্বর বেড়েছে ‘আমাদের এই পথ যদি শেষ না হয়’-এর। গত সপ্তাহের ৬.২-কে উল্টে দিয়ে এই সপ্তাহে তাদের সংগ্রহে ৭.০। যমুনা ঢাকির আবার নম্বর কমেছে বেশ খানিকটাই। ৯.১ থেকে এই সপ্তাহে ধারাবাহিকটি সোজা নেমে এসেছে ৭.৩-এ। সব মিলিয়ে ওঠা পড়া লেগেই রয়েছে।

প্রসঙ্গত, নতুন বছরে আরও বেশ কিছু ধারাবাহিক নিয়ে আসতে চলেছে স্টার জলসা। শোনা যাচ্ছে, জি-বাংলাও হাঁটতে চলেছে একই পথে। নতুন ধারাবাহিকের আগমনে কি টিআরপি অঙ্কে আবারও আসতে চলেছে বড়সড় রদবদল, সে জন্য আপাতত সঠিক সময়ের অপেক্ষা।

প্রথম- মিঠাই (জি-বাংলা) দ্বিতীয়- উমা (জি বাংলা) আলতা ফড়িং (স্টার জলসা)

আরও পড়ুন- Bibriti Chatterjee: দেবলীনার কাছেই কি ফিরতে চলেছেন তথাগত, ত্রিকোণ সম্পর্কে বিবৃতি ‘আঁটি’?