Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengali Serial: সিরিয়াল দিয়েই শুরু পথচলা, আবারও ধারাবাহিকে ফিরছেন আবীর

Abir Chatterjee: শুরুটা করেছিলেন ধারাবাহিক দিয়েই। আবারও সেই ধারাবাহিকেই ফিরছেন বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।

Bengali Serial: সিরিয়াল দিয়েই শুরু পথচলা, আবারও ধারাবাহিকে ফিরছেন আবীর
আবীর চট্টোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2023 | 2:39 AM

শুরুটা করেছিলেন ধারাবাহিক দিয়েই। আবারও সেই ধারাবাহিকেই ফিরছেন বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। না, ভাববেনা ‘বাংলা সিনেমা পাশে’ দাঁড়াতে পারা যাচ্ছে না বলেই ছোট পর্দায় ফিরছেন তিনি। বরং একটি বিশেষ চরিত্রে কিছু দিনের জন্য দেখা যাবে তাঁকে। কোন ধারাবাহিক? সান বাংলায় শুরু হয়েছে ‘বিনোদনের মহা পার্বণ’। ওই চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘সাথী’। আর এই ধারাবাহিকেই বহুদিন পর দেখা যাবে আবীরকে।

তবে আবীর হিসেবেই হাজির হবেন তিনি। ‘সাথী’র নায়ক ওম তথা ইন্দ্রজিৎ বসুর কলেজের সিনিয়ের চরিত্রেই দেখা যাবে আবিরকে। গল্পের প্লট বলছে, আবীর চট্টোপাধ্যায় হোলি উপলক্ষে একটা পার্টির আয়োজন করেন কোলকাতার কাছেই একটা রিসর্টে এবং সান্যাল পরিবারের সকলকে সেখানে আমন্ত্রণ জানায়। মেঘার পরামর্শ মত ওম ঠিক করে আগের বার বোলপুরে গিয়ে যা যা হয়েছিল এইবার সেই সব ঘটনার অনুরূপ অভিনয় করে বৃষ্টি ওরফে অনুমিতা দত্তের স্মৃতি ফেরানোর চেষ্টা করা হবে। । কিন্তু বাধা এখানেও। রিসর্টে আসা অবধি এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বারংবার বৃষ্টিকে মেরে ফেলার জন্য মরিয়া হয়ে ওঠে। আর সেখানেই কার্যত হিরো হয়ে এন্ট্রি নেন আবির। তারপর কী হবে? তা জানা যাবে ১৩ থেকে ১৯ মার্চ সন্ধে সাতটায়।

আবীরকে আবারও ধারাবাহিকে ফিরতে দেখে খুশি তাঁর অনুরাগীরা। কিছুটা নস্টালজিকও বটে। হবেন না-ই বা কেন? ‘প্রলয় আসছে’ থেকে শুরু করে ‘খুঁজে বেরাই কাছের মানুষ’, ‘এক আকাশের নীচে’, ‘বহ্নিশিখা’সহ বহু সিরিয়ালে অভিনয় করেছেন আবির। শুধুমাত্র মূল চরিত্রই নয়, তাঁকে দেখা গিয়েছে পার্শ্বচরিত্রেও। যদিও তাঁর ভাগ্যের চাকা ঘুরেছে বছর কয়েক আগেই। এখন তুমি পর্দা কাঁপান ব্যোমকেশ হয়, তবু শিকড় কি আর ভোলা যায়? আপাতত পুরনো দায়িত্ব নতুন ভাবে কাঁধে পেয়ে কীভাবে সামলান সবটা তা জানা যাবে আর কিছু দিন পর।