অভিনয় না করতে পারলে, কোভিডে নয়, এমনিই মরে যাব: অঞ্জন শ্রীবাস্তব
মহারাষ্ট্রের ক্ষেত্রে বেশ কিছু শুটিং মুম্বইয়ের বাইরে করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। কিন্তু সেখানে শিশু এবং বয়স্ক শিল্পীদের যাওয়াতে নিষেধাজ্ঞা রয়েছে। এ হেন পরিস্থিতিতে মুখ খুললেন ৭৩ বছর বয়সী অভিনেতা অঞ্জন শ্রীবাস্তব।
করোনা আতঙ্কে বিপর্যস্ত গোটা দেশ। প্রতিদিন আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য দেশের বিভিন্ন জায়গায় লকডাউন চলছে। স্বাভাবিক কাজকর্ম বন্ধ। টেলিভিশন এবং ফিল্মের শুটিংও বন্ধ। কবে থেকে ফের শুরু হবে, তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। মহারাষ্ট্রের ক্ষেত্রে বেশ কিছু শুটিং মুম্বইয়ের বাইরে গোয়া, গুজরাট, জয়পুরের মতো জায়গায় করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। কিন্তু সেখানে শিশু এবং বয়স্ক শিল্পীদের যাওয়াতে নিষেধাজ্ঞা রয়েছে। এ হেন পরিস্থিতিতে মুখ খুললেন ৭৩ বছর বয়সী অভিনেতা (Actor) অঞ্জন শ্রীবাস্তব (Aanjjan Srivastav)।
সদ্য এক সাক্ষাৎকারে অঞ্জন বলেন, “সারা জীবন ধরে অভিনয় করেছি। এখন সেটা না পারলে, আর কী করব আমি? যতদিন বেঁচে থাকব, ততদিন অভিনয় করতে চাই। যাঁরা কাজ করতে চাইছেন, তাঁদের অনুমতি দেওয়া উচিত। অভিনয় না করতে পারলে, কোভিডে নয়, এমনিই মরে যাব। কেউ টাকার জন্য অভিনয় করেন। আবার কেউ তো নিজের ভাল থাকার জন্য, আনন্দের জন্য এই শিল্প বেছে নিয়েছেন…।”
সরকারের তরফে যতটুকু শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে, সেখানে অত্যন্ত কম শিল্পীর ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বর্ষীয়ান শিল্পীদের এখনই শুটিং শুরুর বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু অঞ্জন মনে করেন, যাঁরা নিজে থেকে কাজ করতে চাইছেন, তাঁদের অনুমতি দেওয়া হোক। তাঁর কথায়, “লকডাউন শেষ হলে যখনই সরকার অনুমতি দেবেন, তখনই আমি কাজ শুরু করতে প্রস্তুত।”
তবে অঞ্জন একা নন। কাজ শুরু করতে দেওয়ার দাবি জানিয়েছেন বহু বর্ষীয়ান অভিনেতা। অনেকেই আর্থিক দুরবস্থার কথাও জানিয়েছেন। লকডাউন আরও বেশিদিন চললে আর্থিক পরিস্থিতি অনেকেরই যে খারাপ হবে, সে কথা নাম প্রকাশে অনিচ্ছুক ইন্ডাস্ট্রির বহু সদস্যই স্বীকার করে নিচ্ছেন। কোন পথে সমস্যার সমাধান সম্ভব, সেটাই এখন দেখার।
আরও পড়ুন, ‘অলস’, ‘মোবাইল অ্যাডিকটেড’ পরবর্তী প্রজন্মের প্রশংসায় সুদীপা