Tollywood News: এই ছবিটি বাংলার এক অভিনেতার, চিনতে পারছেন?

Gourab Chatterjee: এই অভিনেতার ব্যক্তি পরিচয়ও অত্যন্ত গৌরবময়। বাংলা সিনেমার ইতিহাসের সঙ্গে চিরকাল জড়িয়ে থাকবে তাঁর পরিবার। এ বার কি চিনতে পারছেন অভিনেতাকে?

Tollywood News: এই ছবিটি বাংলার এক অভিনেতার, চিনতে পারছেন?
ইনি কে, চিনতে পারছেন?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2021 | 2:25 PM

সাদা-কালো ছবি। সোজা ক্যামেরার দিকে তাকিয়ে খুদে। হাসিমুখ। এই ছবি এক অভিনেতার। বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে তিনি। বাংলা ছবিতেও কাজ করেছেন। তবে টেলিভিশনে তাঁকে নিয়মিত দেখেন দর্শক। ইনি কে, চিনতে পারছেন?

এই অভিনেতার ব্যক্তি পরিচয়ও অত্যন্ত গৌরবময়। বাংলা সিনেমার ইতিহাসের সঙ্গে চিরকাল জড়িয়ে থাকবে তাঁর পরিবার। এ বার কি চিনতে পারছেন অভিনেতাকে?

ইনি গৌরব চট্টোপাধ্যায়। ব্যক্তি পরিচয়ে যিনি মহানায়ক উত্তম কুমারের নাতি। নিজের ছোটবেলার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শনিবার অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেতা স্বয়ং।

View this post on Instagram

A post shared by Gourab Chatterjee (@baruog)

তিন বছর। নেহাত কম সময় নয়। এতগুলো দিন কোনও একটা ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকা মানে আক্ষরিক অর্থেই পরিবারের অনুভূতি। অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ও তার ব্যতিক্রম নন। এতগুলো দিন ধরে জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’-এর সঙ্গে জড়িয়েছিলেন তিনি। রাসমণির জামাই মথুরবাবুর চরিত্রে তাঁর অভিনয় দর্শকের ভাল লেগেছিল। কিছুদিন আগেই শেষ হয়েছে সেই জার্নি। ইতিহাস নির্ভর গল্পে কাজ করতে গিয়ে অভিনেতা হিসেবে নিজে সমৃদ্ধ হয়েছেন বলে জানিয়েছিলেন গৌরব। তিনি বলেন, “টেলিভিশনে আমার করা কাজের মধ্যে মথুরবাবু সবথেকে বড় কাজ। অভিনেতা হিসেবে এনরিচড হয়েছি। আমার কো অ্যাক্টর, স্ক্রিপ্ট রাইটার রাখীদি, যাঁর স্ত্রিপ্ট, ওয়ান লাইনার দেখে শিখেছি। গল্প যখন চেঞ্জ হচ্ছে তখন আমাদের সঙ্গে বসে আলোচনা করাতে শিখতে পেরেছি। বেশ কিছু বই পড়েছি।”

রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ ছবিতে অভিনয় করেছেন গৌরব। তিনি ফিটনেস ফ্রিক, এ কথা টলিউডের সকলেই জানেন। দিনের অনেকটা সময় জিমে কাটাতে অভ্যস্ত তিনি। লকডাউনের ফলে জিম বন্ধ ছিল। ফলে সাইকেল নিয়ে বেরিয়ে শরীরচর্চা করছিলেন অভিনেতা। সে অভ্যেস এখনও বজায় রয়েছে। পাশাপাশি জিমেও যাচ্ছেন।

আরও পড়ুন, Sreelekha Mitra: বাবাকে ছাড়া এই প্রথম বাবার জন্মদিন, আজকের দিনটা অন্য কারণেও বিশেষ শ্রীলেখার জীবনে…