Pushpita Mukherjee: ‘বুম্বাদার চোখের পাতাটা দেখেছিস’, পুষ্পিতার ক্রাশ ফাঁস করলেন সোনালী

Prosenjit Chatterjee: কথা প্রসঙ্গে সোনালী চৌধুরী বলে ওঠেন, তিনি খুব সহতেই ব্ল্যাক মেইল করতে পারেন অভিনেত্রী পুষ্পিতাকে। কারণ একটা গোপন সিক্রেট। যা প্রকাশ্যে সোনালী বলে ফেলুক চান না তিনি। আর ঠিক সেই কারণেই সোনালীর মন রাখতে তিনি সব পারেন। যদিও শেষ পর্যন্ত তাঁর সেই অনুরোধ রেখে উঠতে পারেননি অভিনেত্রী।

Pushpita Mukherjee: 'বুম্বাদার চোখের পাতাটা দেখেছিস', পুষ্পিতার ক্রাশ ফাঁস করলেন সোনালী
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2023 | 9:00 AM

টলিপাড়ার তিনি সকলের প্রিয় বুম্বাদা। তিনি বাংলা চলচ্চিত্র জগতের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হাজার হাজার মহিলার মন জয় করেছেন তিনি পর্দায় পা রাখার পর থেকেই। অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই এক কথায় তাঁর ভক্ত। তাঁর পর্দায় উপস্থিতি, তাঁর লুক, তাঁর অভিনয় তাঁর সংলাপ বলার ভঙ্গি, সবই যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন দর্শকেরা। অধিকাংশ নারীর মনের ক্রাশ এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেই মন দিয়েছিলেন অভিনেত্রী পুষ্পিতা। পুষ্পিতা মুখোপাধ্যায়, টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিনি। একবার দিদি নম্বর ওয়ান রিয়্যালিটি শোয়ে এসে তাঁর গোপন ক্রাশের কথা ফাঁস হয়ে যায় পলকে। ফাঁস করেছিলেন অভিনেত্রী সোনালী চৌধুরী।

কথা প্রসঙ্গে সোনালী চৌধুরী বলে ওঠেন, তিনি খুব সহতেই ব্ল্যাক মেইল করতে পারেন অভিনেত্রী পুষ্পিতাকে। কারণ একটা গোপন সিক্রেট। যা প্রকাশ্যে সোনালী বলে ফেলুক চান না তিনি। আর ঠিক সেই কারণেই সোনালীর মন রাখতে তিনি সব পারেন। যদিও শেষ পর্যন্ত তাঁর সেই অনুরোধ রেখে উঠতে পারেননি অভিনেত্রী। রচনা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছিলেন সৌনালী পুষ্পিতার মনের কথা।

পুষ্পিতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অন্যতম ভক্ত বলা চলে। যখন তিনি জানতে পেরেছিলেন সোনালী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন, ঠিক তখনও তিনি সোনালীকে প্রশ্ন করেছিলেন– বুম্বাদার চোখের পাতাগুলো দেখেছিস? প্রশ্ন শুনে অবাক হয়ে গিয়েছিলেন অভিনেত্রী, রচনা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন পরের দিন তিনি সেটে গিয়ে অপেক্ষায় ছিলেন তিনি তখন বুম্বাদাকে দেখবেন, দেখবেন তাঁর চোখের পাতা। এমনই ক্রাশ অভিনেত্রীর অভিনেতার প্রতি, যা শুনে সেটে সকলেই হেসে ফেলেছিলেন। তালিকা থেকে বাদ পড়েননি শোয়ের সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়।