AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rakhi Sawant Marriage: মানলেন নাকি অস্বীকার করলেন রাখীর সঙ্গে বিয়ে? অবশেষে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন আদিল

Rakhi Sawant: মুখে কুলুপ আলিদের। তিনি খুব একটা খুশি নন এই সিদ্ধান্তে তা স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন।

Rakhi Sawant Marriage: মানলেন নাকি অস্বীকার করলেন রাখীর সঙ্গে বিয়ে? অবশেষে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন আদিল
| Edited By: | Updated on: Jan 16, 2023 | 2:51 PM
Share

গত কয়েকদিন ধরে রাখী সাওয়ান্তের (Rakhi Sawant) বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। আগে বিয়ের সম্পর্কে সুখী হননি তিনি। বেরিয়ে এসেছিলেন সম্পর্ক থেকে। এরপরই তাঁর জীবনে আসে আদিল খান (Adil Khan)। সম্পর্ক গভীর হয়। একে অন্যের সঙ্গে থাকলেও বিয়ে কবে তা নিয়ে মুখ খুলতে চাননি কেউ-ই। যদিও আদিল প্রথম থেকেই বিষয়চা থেকে নিজেকে সরিয়ে রাখতেন। তবে দামী দামী উপহারে কোনওদিন খামতি রাখেননি তিনি। ফোন থেকে শুরু করে গাড়ি, রাখীর কথায়, বড় ব্যবসায়ী আদিল। তাঁকে বেশ ভালবাসেন। তাঁরা সুখে রয়েছেন। তবে নেটপাড়ার ধারনা ছিল বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত নন রাখী সাওয়ান্তের প্রেমিক আদিল (Rakhi Sawant Marriage)। তবে গোপনে যে তাঁরা সাত মাস আগে বিয়ে করে নিয়েছিলেন, সেই খবর সম্পূর্ণ ছিল চাপা।

বিগ বস-এ যাওয়ার পরই রাখীর মনে সম্পর্ক নিয়ে খানিক প্রশ্নের দেখা দেয়। তারপরই তিনি সমস্ত তথ্য সামনে নিয়ে আসেন, যে তাঁরা বিবাহিত। তারপর থেকেই তোলপাড় হতে শুরু করে সোশ্যাল মিডিয়ার পাতা। অন্যদিকে মুখে কুলুপ আলিদের। তিনি খুব একটা খুশি নন এই সিদ্ধান্তে তা স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন। বিয়ে স্বীকার না করলেও অস্বীকার তিনি করেননি, তা বারে বারে বলতে শুরু করেন। এমন কি জানান, ১০ দিনের মধ্যে তিনি নিজের সম্পূর্ণ মতামত সকলের সামনে রাখবেন।

তেমনটাই করেন, তবে ১০ দিন নয়, রাখীর পরিস্থিতি দেখেই হয়তো তড়িঘড়ি সিদ্ধান্ত নিলেন আদিল। সোমবারই দিলেন খুশির খবর। সকলের সামনে সোশ্যাল মিডিয়ায় রাখীকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলেন। জানালেন, তাঁর ব্যক্তিগত কিছু বিষয় গুছিয়ে নেওয়ার ছিল, তাই তিনি বিষয়টা চেপে রাখতে চেয়েছিলেন মাত্র। তবে তিনি বিয়েটা কখনই অস্বীকার করেননি বলেই সাফ জানান, ও নিজেদের বৈবাহিক জীবনকে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়ে একটি ছবিও শেয়ার করেন আদিল খান।