AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ahona Dutta: জাতীয় পতাকার অপমান অহনার! ‘যে নিজের মা’কে ..’, বিস্ফোরক মা চাঁদনী

Ahona Dutta: অহনা দত্ত ওরফে 'অনুরাগের ছোঁয়া'র মিশকার ব্যক্তিগত জীবন বিগত বেশ কিছু মাস ধরেই তোলপাড়। প্রেমিক দীপঙ্করের হাত ধরে মায়ের থেকে আলাদা হয়েছে সে।

Ahona Dutta: জাতীয় পতাকার অপমান অহনার! 'যে নিজের মা'কে ..', বিস্ফোরক মা চাঁদনী
বিস্ফোরক মা চাঁদনী
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 9:37 PM
Share

অহনা দত্ত ওরফে ‘অনুরাগের ছোঁয়া’র মিশকার ব্যক্তিগত জীবন বিগত বেশ কিছু মাস ধরেই তোলপাড়। প্রেমিক দীপঙ্করের হাত ধরে মায়ের থেকে আলাদা হয়েছে সে। আলাদাই থাকেন, সঙ্গে থাকেন দীপঙ্কর। এ নিয়ে আগেও একাধিক বার মেয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মা চাঁদনী গঙ্গোপাধ্যায়, ফের একবার বোমা ফাটালেন তিনি। তবে চাঁদনী অভিযোগ সরাসরি মেয়ের বিরুদ্ধে নয় বরং মেয়ের প্রেমিকের বিরুদ্ধেই তিনি এনেছেন যাবতীয় সব অভিযোগ।

কিছু দিন আগেই গিয়েছে স্বাধীনতা দিবস। ওদিন আবার অহনার প্রেমিকের জন্মদিনও ছিল। সেই উপলক্ষেই দু’জনে গিয়েছিলেন ওড়িশার দারিংবাড়িতে। সেখানেই স্বাধীনতা দিবসের দিন এক জলপ্রপাতের উপর দাঁড়িয়ে জাতীয় পতাকা হাতে ছবি শেয়ার করেছিলেন অহনা। সঙ্গে ছিলেন দীপঙ্করও। অহনা পরেছিলেন হটপ্যান্ট, পায়ে ছিল জুতো। জাতীয় পতাকা হাতে থাকা অবস্থায় পায়ে জুতো, বেশ কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। সেই প্রসঙ্গেই চাঁদনী এ দিন সমাজমাধ্যমের পাতায় লেখেন, “একটা ভাল মেয়েকে কীভাবে ধীরে ধীরে শেষ করে দেওয়া হচ্ছে, সবার কছে একটাই অনুরোধ অহনাকে ভুল বুঝবেন না। একটা বাচ্চা মেয়ের মাথা খেয়ে নেওয়া হচ্ছে;” পরোক্ষে দীপঙ্করের দিকে আঙুল তুলে তিনি আরও লেখেন, “যে নিজের মা’কে ভালবাসতে ভুলিয়ে দিয়েছে, সে দেশমাতার সম্মান করতে জানবে কী করে?”

এখানেই শেষ নয়, গত বছর স্বাধীনতা দিবসের দিনে অহনার একটি সালোয়ার কামিজ পরা ছবি পোস্ট করে কমেন্ট বক্সে তিনি আরও লেখেন, “অহনা আসলে এরকম। ও কে এখন যেমনটা দেখছেন, ও এমনটা নয়।” অহনা যদিও পাল্টা কিছু লেখেননি। বেছে নিয়েছেন নীরবতা। দীপঙ্করের সঙ্গেই খুঁজে পান যাবতীয় সুখ, সেখানেই মজে তাঁর মন।