নিরন্তর চাপের মধ্যে কাজ করা স্বাস্থ্যকর্মীদের হাসানোর চেষ্টায় আলি
আলি জানিয়েছেন, মুম্বইয়ের সিওন হাসপাতাল থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়। ওই হাসপাতালের সঙ্গে যুক্ত সব স্বাস্থ্যকর্মীকে একটি অনুষ্ঠানে মজার মাধ্যমে হাসানোর দায়িত্ব দেওয়া হয়।
হিন্দি টেলিভিশনের (TV) জনপ্রিয় অভিনেতা (Actor) আলি আসগর (Ali Asgar)। মূলত কমেডি চরিত্রে তাঁর অভিনয় দর্শকের মন জয় করেছে। এই দুঃসময়ে করোনা পরিস্থিতিতে তিনি চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের বিনোদন দেওয়ার চেষ্টা করলেন। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলা স্বাস্থ্যকর্মীদের একটু হাসানোর চেষ্টা করলেন অভিনেতা।
আলি জানিয়েছেন, মুম্বইয়ের সিওন হাসপাতাল থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়। ওই হাসপাতালের সঙ্গে যুক্ত সব স্বাস্থ্যকর্মীকে একটি অনুষ্ঠানে মজার মাধ্যমে হাসানোর দায়িত্ব দেওয়া হয়। আলির কথায়, “ওদের অডিটোরিয়ামে পারফর্ম করে দারুণ লেগেছে আমার। চিকিৎসকরা গান গাইলেন। এই কঠিন সময় মেডিক্যালের সঙ্গে যুক্ত সকলে কীভাবে পরিশ্রম করছেন, দ্রুত ভাল সময় আসবে সে বিষয়ে মোটিভেট করার জন্য বক্তব্য রাখলেন ডিন। আমার মনে হয়েছিল, এই প্যানডেমিকে এটাই আমার ভূমিকা। আমিও দেশের জন্য কিছু করতে পারলাম।”
আলির মতে, চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মী অত্যন্ত চাপের মধ্যে কাজ করছেন। দিনের পর দিন তাঁরাও পরিবারের থেকে দূরে রয়েছেন। কিন্তু এই চাপ শেয়ার করার মতো কেউ নেই। তাই তাঁদের মন আনন্দে রাখাটা খুব জরুরি। এই ধরনের উদ্যেগকে স্বাগত জানিয়েছেন তিনি। গত বছরেও নিজের সামর্থ্য মতো করোনা আক্রান্তদের আর্থিক সাহায্য করেছিলেন। কিন্তু সে কথা প্রকাশ্যে বলতে চান না। আলির কথায়, “কাউকে এক হাতে দান করলে অন্য হাত যেন জানতে না পারে। এই শিক্ষায় বড় হয়েছি আমি। ফলে এটা নিয়ে কথা বলতে চাই না।”
বাড়িতে রয়েছে আলির দুই সন্তান। দশম এবং একাদশ শ্রেণীর পড়ুয়া। স্কুল বন্ধ, বাড়ি থেকেই অনলাইন ক্লাস করছে তারা। অন্যদিকে মাকেও সন্তানের মতো করে আগলে রেখেছেন অভিনেতা। বাইরে বেরতে চাইলেও তা যে একেবারেই সম্ভব নয়, তা শিশুর মতো করেই নাকি মাকে বোঝাতে হয়। কিছুদিন আগে ইনদৌরে একটি ওয়েব সিরিজের শুটিং করেছেন। কিন্তু এই পরিস্থিতিতে শুটিং করতেও ভয় পাচ্ছেন। তিনি বললেন, “যাঁরা বাইরে বেরচ্ছেন, কিছু করার নেই বলেই বেরচ্ছেন। দেখুন কাজ তো করতেই হবে। তবে বেঁচে থাকলে তো কাজ করব। তাই সব নিয়ম মেনেই এখন শুটিং করা উচিত।”
আরও পড়ুন, প্রেমের সম্পর্কে রয়েছেন অনুপ-জ্যাসলিন? ভিডিয়ো ঘিরে জল্পনা