AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Big Boss 15: সলমনের শার্টের বোতাম আটতে দিলেন প্রাক্তন প্রেমিকার প্রাক্তন প্রেমিকের বর্তমান প্রেমিকা! বলুন তো কে?

২৭ ডিসেম্বর সলমন খানের জন্মদিন। সেদিন ৫৬ বছরে পা দেবেন অভিনেতা। তাঁর জন্য বিগ বসের বাড়িতে বিশেষ সারপ্রাইজ়ের বন্দোবস্তও করা হয়েছে।

Big Boss 15: সলমনের শার্টের বোতাম আটতে দিলেন প্রাক্তন প্রেমিকার প্রাক্তন প্রেমিকের বর্তমান প্রেমিকা! বলুন তো কে?
আলিয়া ভাট ও সলমন খান
| Edited By: | Updated on: Dec 25, 2021 | 3:57 PM
Share

২০২২ সালের ৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এস এস রাজামৌলির পরবর্তী ছবি ‘আরআরআর’। ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট, রামচরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগণ। ছবির প্রচারের জন্য বিগ বসের বাড়িতে এসেছিল টিম ‘আরআরআর’। প্রোমো ভিডিয়ো ইতিমধ্যেই আকর্ষণ কেড়েছে দর্শকের।

সেই প্রোমোতেই দেখা যায় সলমন খানের শার্টের বোতাম আটকে দিচ্ছেন আলিয়া। রামচরণ ও জুনিয়র এনটিআরের সঙ্গে নাচার সময় তাঁর জামার বোতাম হঠাৎই খুলে যায়। তখনই তৎপর হয়ে এগিয়ে আসেন আলিয়া। এই ঘটনার পর সলমন বলেই ফেলেন, “আমার ক্লিভেজ দেখা যাচ্ছিল, ও ঠিক করে দিল”। আলিয়াকে ধন্যবাদও জানিয়েছেন সলমন।

কেবল এখানেই থেমে থাকেনি বিষয়টি। ‘নাচো নাচো’ নাচের তালে নেচেছেন সলমন। সকলেই পা মেলান সেই ছন্দে। রামচরণ ও জুনিয়র এনটিআরের থেকে নাচের স্টেপও তোলার চেষ্টা করেন তিনি। আলিয়াকে বলেন, “আমি নিশ্চয়ই একদিন ওদের মতো নাচতে পারব ইয়ার।”

২৭ ডিসেম্বর সলমন খানের জন্মদিন। সেদিন ৫৬ বছরে পা দেবেন অভিনেতা। তাঁর জন্য বিগ বসের বাড়িতে বিশেষ সারপ্রাইজ়ের বন্দোবস্তও করা হয়েছে।

২ অক্টোবর টিভিতে বিগবসের নতুন সিজ়ন নিয়ে আসেন সলমন খান। সেখানে কাদের প্রতিযোগী হিসেবে দেখা যাবে, তা নিয়েও উত্তেজনা বেড়েছিল। সামনে এসেছিল বেশ কিছু নাম। তার মাস খানেক আগেই শোয়ের নতুন প্রোমো প্রকাশ্যে আসে। টেলিকাস্ট হওয়ার আগেই নতুন সিজনের সেটের ছবি ফাঁস হয়ে যায়।

আরও পড়ুন: Christmas 2021: নুসরতের সান্টা কে জানেন? তাকে দেখুন ছবিতে

আরও পড়ুন: OTT 2022: নতুন বছরে কী কী চমক থাকছে ওটিটিতে, দেখুন একনজরে…