AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Good News: মা হলেন অনুষা দান্ডেকর, পরিচয় করালেন কন্যা সন্তানের সঙ্গে

Anusha Dandekar: সুখবর শোনালেন সঞ্চালক তথা মডেল অনুষা দান্ডেকর, মা হলেন সেলেব।

Good News: মা হলেন অনুষা দান্ডেকর, পরিচয় করালেন কন্যা সন্তানের সঙ্গে
| Edited By: | Updated on: Jun 04, 2022 | 1:29 PM
Share

কয়েকদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অনুষা দান্ডেকর। কারণ একটাই সম্পর্কের ভাঙন। তাঁর সঙ্গে করণ কুন্দ্রার প্রেমের গভীর সম্পর্কের কথা কারুর অজানা ছিল না । দিনের পর দিন লাভ স্কুল রিয়ালিটি শো-তে এই জুটিকে সঞ্চালনা করতেও দেখা যায়। অনুষার সঙ্গে করণের প্রেম এক কথায় বলতে গেলে সকলেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করত। কিন্তু হঠাৎই ঘটে ছন্দপতন। পথ আলাদা হয়ে যায় এই জুটির।

চোখের জলে অনুষা জানিয়েছিলেন এই সম্পর্কে মোটেও ভাল ছিলেন না তিনি। অন্যদিকে করণও খুঁজে পায় নতুন মনের মানুষ। অনুষাকে ভুলে এখন বি-টাউন কাঁপিয়ে তেজস্বীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। তারই মাঝে এবার সুখবর শেয়ার করে নিলেন অনুষা। পরিবারে এল নতুন সদস্য, মা হলেন অনুষা। সদ্য সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিলেন কন্যা সন্তানের ছবিও। না, সম্পর্ক, বিয়ে বা পরকীয়া কোনও জল্পনাই নয়, নিজের করে কাউকে পেতে একাকী অনুষা এবার দত্তক নিলেন একটি শিশু সন্তান।

বয়স পেরিয়েছে ৪০-এর গন্ডি। তবে নতুন করে সম্পর্কতে বিশ্বাসী নন তিনি। সেই কারণেই এবার মা হয়ে ওঠার সিদ্ধান্ত নিয়ে বসলেন এই টিভি সঞ্চালক। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে অনুষা লেখেন, ‘অবশেষে আমার একটি ছোট্ট মেয়ে হল, যাকে আমি আমার নিজের বলতে পারি। আমার ছোট্ট পরীর সঙ্গে পরিচয় করে নিন, সাহারা… আমার জীবনের একমাত্র ভালোবাসা। মনস্টার আর গ্যাংস্টারদের নিয়ে তোর দেখাশোনা করব, তোর সব আবদার মানব, তোকে আজীবন আগলে রাখব! অনেক ভালোবাসা ছোট্ট সোনা।

View this post on Instagram

A post shared by Anusha Dandekar (@vjanusha)

সোশ্যাল মিডিয়ার পাতায় অনুষার এই কন্যা সন্তানের ছবি একপ্রকার ভাইরাল। সকলেই নতুন মা-কে জানালেন শুভেচ্ছা। তার পরিবর্তে কমেন্ট বক্সে উঠে এলো অনুষার গডমাদার প্রসঙ্গ, যার জেরে প্রশংসা কুড়োলেন সেলেব। অন্যদিকে ভক্তদের নজর এখন বলিউডের আরও এক বহু মায়ের দিকে। তিনি হলেন সোনম কাপুর। শীঘ্রই তিনিই শোনাতে চলেছেন সুখবর।