Ushasie Chakraborty: জুন আন্টি, নানা ক্রাইসিসে আপনার মাথাটা খারাপ হয়ে গিয়েছে: উষসী চক্রবর্তী
Bengali Serial: ‘শ্রীময়ী’কে নাকের জলে, চোখের জলে করেছিল যে নারী, সে জুন। না, অভিনেত্রী-বিধায়ক জুন মালিয়া নন। এ ভুল কেউ করবেন না। তিনি ‘জুন আন্টি’। এই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। 'শ্রীময়ী' ধারাবাহিকের দৌলতে বাংলা সিরিয়াল অনেকদিন পর মনে রাখার মতো এক খলনায়িকা কিংবা ভ্যাম্পকে পেয়েছিল। TV9 বাংলার 'নায়ক নহি, খলনায়ক হুঁ ম্যায়' বিশেষ সিরিজ়ে আজ তাই-ই 'জুন আন্টি'।
স্নেহা সেনগুপ্ত
প্রশ্ন: এই সিরিজ়ে জুন আন্টি থাকবে না, সেটা তো হতেই পারে না। তাই না, বলুন?
উষসী: এক্কেবারেই তো।
প্রশ্ন: এই জুন আন্টি জায়গা পেয়েছিল বিধানসভা ভোটের মিছিলেও—রাজনৈতিক প্ল্যাকার্ডে লেখা ছিল ‘অমিত শাহ জুন আন্টির চেয়েও খারাপ’… ব্যাপারটা আপনার কীরকম লেগেছিল?
উষসী: একবছর আগে ‘শ্রীময়ী’ ধারাবাহিকটি শেষ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মানুষ ‘জুন আন্টি’, ‘জুন আন্টি’ করছেন। মাঝেমধ্যে ভাবি আমাকে তো অন্য পরিচয়ও তৈরি করতে হবে। বাপরে বাপ! আই নিড টু গেট ওভার জুন আন্টি। এখন আর আমার ভাল লাগে না।
প্রশ্ন: কিন্তু খলনায়ক-খলনায়িকাদের এই বিশেষ সিরিজ় থেকে ‘বিন্দুমাসি’, ‘জুন আন্টি’দের বাদ রাখলে অন্যায় হবে…
উষসী: হ্যাঁ, সেটাও তো সত্যি। তবে আমার এটা ভেবে ভাল লাগে যে, আমি দর্শকের মনে একটা অভিঘাত তৈরি করতে পেরেছি। প্রভাব ফেলতে পেরেছি।
প্রশ্ন: জুন আন্টিকে দেখে দর্শক মারতে-টারতে এসেছেন?
উষসী: আমার মনে হয়, আমার আর লীনাদির (পড়ুন লীনা গঙ্গোপাধ্যায়) জুটিটা সবসময়ই খুব হিট। আমি আগেও ‘সোনার হরিণ’-এ কাজ করেছি। অভিনয় করেছি, দিদি লিখেছেন। তো দিদি আমার ধাতটা জানেন। কোন সংলাপ আমাকে দিয়ে বলালে বিশ্বাসযোগ্য হবে, সেটা দিদি ভীষণ ভাল করে জানেন। এবং তিনি সে রকমই লেখেন। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, জুন আন্টি লীনা গঙ্গোপাধ্য়ায় ছাড়া হত না। আর আমার নিজের মনে হয় যে, জুন আন্টিকে আমি ভীষণ পার্সোনালি ফিল করেছি। ওর ক্রাইসিস, ওর কর্নার্ড হয়ে যাওয়া… কষ্ট-দুঃখ সবাই… আমার কাছে জুন আন্টি কিন্তু কখনওই ভিলেন হয়ে আসেনি।
প্রশ্ন: তাই?
উষসী: হ্যাঁ। আমার মনেই হয়নি একটা ভিলেন চরিত্রে আমি অভিনয় করছি। দর্শকের হয়তো মনে হয়েছে, জুন আন্টি ভিলেন। কিন্তু আমি তাকে খুব ভালবাসতাম। আমার মনে হয় সেই ভালবাসাই প্রতিফলিত হয়েছে চরিত্রটায়। একটি চরিত্রটার সঙ্গে আমার সংযোগ, প্রেম, সহমর্মিতা—এটা আমার মনে হয় সবচেয়ে বেশি মাত্রায় কাজ করেছে।
প্রশ্ন: এক বছর আগে চরিত্রটা শেষ হয়েছে। আজ যদি হঠাৎ করে জুন আন্টির সঙ্গে উষসীর দেখা হয়, কী কথা হবে?
উষসী: (হাসি) আমি বলব যে, জুন আন্টি আপনি মানুষ খারাপ নন। কিন্তু নানা ক্রাইসিসে মাথাটা খারাপ হয়ে গিয়েছে। আপনি একটুখানি কাউন্সেলিং করান। এই বলে তাকে আমি কাউন্সেলারের নম্বর দিয়ে দেব। আর বলব যে, অনিন্দ্যদাকে নিয়ে অবসেশনটা ছাড়ুন।
প্রশ্ন: আচ্ছা, আপনি তো এই যুগের সিরিয়ালে এক নম্বর ভিলেনটা করলেন। কী মনে হয়, আপনার সঙ্গে কার রেষারেষি ছিল সেই সময়?
উষসী: আমি এটা বলতে পারব না জানেন। তবে অনেকেই নিশ্চয়ই খুবই ভাল। আমি জানি, মিশমি খুব ভাল ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। রূপাঞ্জনাও ভাল। গত একবছর আমি কোনও সিরিয়াল দেখিনি। আবার যখন নিজে করব, তখন দেখব…
প্রশ্ন: কবে আসছে আপনার পরের কাজ? দর্শক তো মিস করছে আপনাকে?
উষসী: আমি একবছর ব্রেক নিয়েছিলাম। সেটা ওভার হয়ে গিয়েছে। এবার চ্যানেল বলতে পারবে…