Neel Bhattacharya: নীলকে পুলিশের হাতে ধরিয়ে দিল তাঁর সহ-অভিনেত্রী উমা…
Neel Bhattacharya-Uma: ভীষণই বিপদে পড়ে গিয়েছিলেন নীল। ওঠবোসও করতে হয়েছে নীলকে।
‘উমা’ ধারাবাহিকের মারকাটারি প্রতিপক্ষ আলিয়া ও উমা। দুই মহিলা ক্রিকেটারের চরিত্র। লাভ ইন্টারেস্ট একজনই। যেভাবে হঠাৎ করে নায়ক-নায়িকার বিয়ে হয়ে যায়, তেমনই এই ধারাবাহিকেও হঠাৎ করেই বিয়ে করে ফেলে উমা ও অভিমন্যু। এদিকে বিয়ের কনের সাজে ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল আলিয়া। তার সঙ্গেই বিয়ে হওয়ার কথা ছিল অভিমন্যুর। কিন্তু হল উমার সঙ্গে। সেই থেকে বেজায় চটেছে আলিয়া। উমাকে সে কিছুতেই ক্রিকেট খেলতে দেবে না ঠিক করেছে। সংসারও করতে দেবে না। উমাকে শায়েস্তা করার জন্যই অভিমন্যুর ভাইকে বিয়ে করে সেই পরিবারেই গিয়ে উঠেছে আলিয়া। কীভাবে তার মোকাবিলা করবে উমা, সেটা তো ধারাবাহিকের গল্প এগোলেই বোঝা যাবে। কিন্তু পর্দার এপারে দারুণ দোস্তি রয়েছে আলিয়া-উমার মধ্যে, থুড়ি শিঞ্জিনী চক্রবর্তী (উমা) ও শ্রীতমা মিত্রর (আলিয়া)। দারুণ মজা করেছেন দুই বন্ধু। একেবারে ঘোল খাইয়ে ছেড়েছেন। পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন গল্পের নায়ক অভিমন্যুকে, অর্থাৎ অভিনেতা নীল ভট্টাচার্যকে।
সম্প্রতি মিমি চক্রবর্তী অভিনীত ও মৈনাক ভৌমিক পরিচালিত ‘মিনি’ ছবির একটি গান ‘বেসুরে-এর উপর রিল তৈরি করেছিলেন শ্রীতমা। দেখা যাচ্ছে, সেল্ফি মোড অন করে শুটিংয়ের ফাঁকে রিল তৈরি করছেন দু’জনে আর পিছন থেকে আসছেন নীল ও তাঁর ভাই (সিরিয়ালে)। দুই সুন্দরীকে দেখে তাঁদের দিকেই তাকিয়ে থাকেন দুই অভিনেতা। ব্যাপারটা বুঝে তাঁদের দু’জনকেই পুলিশের হাতে তুলে দেন শ্রীতমা ও শিঞ্জিনী। পুরোটাই মজার ছলে ঘটেছে।
View this post on Instagram