‘নিন্দুকের মুখে ছাই দিয়ে আরও একবার প্রমাণিত, দেবশ্রী রায় হারতে শেখেনি’, বললেন অভিনেত্রী
Deboshree Roy: প্যানডেমিকের কারণে এই ধারাবাহিকের কাজ পিছিয়ে যায়। গত ৯ অগস্ট থেকে সম্প্রচার শুরু হয়েছে। এক সাধারণ গৃহবধূর জীবনের গল্প নিয়ে বোনা হয়েছে চিত্রনাট্য।
‘শুরুতেই বাজিমাত…. প্রথম সপ্তাহেই সকলকে টেক্কা দিল ‘সর্বজয়া’! নিন্দুকের মুখে ছাই দিয়ে আরও একবার প্রমাণিত হল দেবশ্রী রায় হারতে শেখেননি!’ শুক্রবার বিকেলে ফেসবুকে নিজের ছবি দিয়ে সগর্ব ঘোষণা করলেন দেবশ্রী রায়।
আপাতত টেলিভিশনের পর্দায় দেবশ্রীকে ‘সর্বজয়া’ রূপে দেখছেন দর্শক। সৌজন্যে নতুন এই ধারাবাহিক। ১০ বছর পর অভিনয়ে ফিরে অনেক সমালোচনা শুনতে হয়েছিল দেবশ্রীকে। তাঁর বয়স নিয়ে কটাক্ষে ভরে যায় সোশ্যাল মিডিয়া। সে সব দেবশ্রী জানান, কাজ দিয়ে তিনি উত্তর দেবেন। অবশেষে সেই মুহূর্ত এসে গিয়েছে। তাঁর কাজ দর্শকের ভাল লাগছে, টিআরপির হিসেব হয়তো তার প্রমাণ। দেবশ্রীও সেই ইঙ্গিতই করতে চেয়েছেন বলে মনে করছেন অনুরাগীদের বড় অংশ।
প্যানডেমিকের কারণে এই ধারাবাহিকের কাজ পিছিয়ে যায়। গত ৯ অগস্ট থেকে সম্প্রচার শুরু হয়েছে। এক সাধারণ গৃহবধূর জীবনের গল্প নিয়ে বোনা হয়েছে চিত্রনাট্য। যিনি সন্তানদের বড় করার জন্য নিজের জীবনের স্বপ্ন বিসর্জন দিয়েছেন। সংসারের জন্য নিজের প্রতিভা বিসর্জন দিতে দু’বার ভাবেননি। সংসার, স্বামী, সন্তান পুরোপুরি তাঁর উপর নির্ভরশীল। আর এতেই তাঁর সুখ।
দেবশ্রী ব্যক্তি জীবনে তাঁর প্রতিভার জোরেই দর্শকের কাছে পরিচিতি লাভ করেছেন। তবে অভিনেত্রী না হলেও আরও কয়েকটি পেশায় সফল হতে পারতেন বলে মনে করেন। তিনি আগেই বলেন, “দেবশ্রী রায় অভিনেত্রী না হলে ডান্সার হত। স্টেজ পারফর্মার। একই সঙ্গে সিঙ্গার হত।”
এই ধারাবাহিকে দেবশ্রীর মেয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সঙ্ঘমিত্রা তালুকদার। শুটিং শুরুর দিন তিনি বলেন, “আমার চরিত্রের নাম মেঘবালিকা চৌধুরি। দেবশ্রীদির সঙ্গে প্রথম এই কাজ। আমি জানি দর্শকরাও এক্সাইডটেড। কেমন লাগছে জানাবেন। আপনাদের উত্তরের আশায় রইলাম।” দর্শকের ইতিমধ্যেই ভাল লাগতে শুরু করেছে তাঁর কাজ।
২০১৬। সে সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘আমার দুর্গা’র মাধ্যমে দর্শকের ঘরে ঘরে জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী সঙ্ঘমিত্রা তালুকদার। ওই সময় থেকেই টেলিভিশনে পথ চলা শুরু। মাঝে দেড় বছরের বিরতি নিয়েছিলেন তিনি। ফের ফিরছেন টেলিভিশনে। সঙ্ঘমিত্রাকে শেষ দেখা গিয়েছিল ‘গ্যাংস্টার গঙ্গা’ ধারাবাহিকে দেড় বছর আগে। গত দেড় বছরে ওয়েব সিরিজ ‘সেনাপতি ২’-এ কাজ করেছেন সঙ্ঘমিত্রা। ব্র্যান্ড শুট করেছেন। এমনকি দুটো ছবির কাজও করে ফেলেছেন। তাঁর ডেবিউ ছবি। কিন্তু ছবির বিষয়ে বিশদে এখনই কিছু জানাতে চাননি।
দেবশ্রী, সঙ্ঘমিত্রা ছাড়াও সুপ্রিয় দত্ত, মৌমিতা গুপ্ত, কুশল রায়, রানা মিত্র, স্বাগতা মুখোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ধারাবাহিক। বড় পর্দার তারকাদের টেলিভিশনে অভিনয় এখন নতুন ট্রেন্ড। এ বার সেই পথের পথিক দেবশ্রীও।
এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন দেবশ্রী। সে সময় ইন্ডাস্ট্রিরই কিছু সহকর্মী প্রকাশ্যে দেবশ্রীর সমর্থনে মুখ খুলেছিলেন। পাশাপাশি সে সময় দেবশ্রী জানান, তিনি ফিরছেন, তাতে ভয় পেয়েই হয়তো ট্রোল করা হচ্ছে। সে সবে পাত্তা দিতে চাননি তিনি।
আরও পড়ুন, কাজের অবসরে মিথিলা এবং আয়রাকে নিয়ে সৃজিতের মুম্বই ভ্রমণ
আরও পড়ুন, ‘আমি বাংলায় গান গাই’, এক মঞ্চে পারফর্ম করলেন অনুপম এবং পিয়া