মুম্বইতে সপরিবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। অর্থাৎ তাঁর সঙ্গী স্ত্রী তথা অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা এবং কন্যা আয়রা।
কখনও গেটওয়ে অব ইন্ডিয়া, কখনও তাজ হোটেলের সামনে, কখনও বা লিওপোল্ড ক্যাফেতে ফ্রেমবন্দি হয়েছেন সৃজিত-মিথিলা।
মুম্বই ভ্রমণের একগুচ্ছ ছবি ফেসবুকে শেয়ার করে মিথিলা লিখেছেন, ‘ইয়ে হ্যায় বোম্বাই মেরি জান’।
তাপসী পান্নু অভিনীত ‘সাবাস মিঠু’ ছবির পরিচালনার কাজে আপাতত মুম্বইতে রয়েছেন সৃজিত। শুটিংয়ের অবসরে স্ত্রী-কন্যাকে নিয়ে মুম্বই দর্শন করলেন।
রাজর্ষি দে-র পরিচালনায় টলিউডের প্রথম ছবি ‘মায়া’র শুটিং সদ্য শেষ করেছেন মিথিলা। আপাতত হাতে কিছুটা অবসর সময়।
লকডাউনে দীর্ঘ সময় প্রায় ১০০ দিন আয়রাকে নিয়ে বাংলাদেশে ছিলেন মিথিলা। আপাতত তিনি ভারতে থাকার পরিকল্পনা করেছেন।
মিথিলা এবং তাঁর প্রথম স্বামী তাহসানের মেয়ে আয়রা। কিন্তু সৃজিতের সঙ্গে তার বন্ধুর মতো সম্পর্ক।