AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি বাংলায় গান গাই’, এক মঞ্চে পারফর্ম করলেন অনুপম এবং পিয়া

Anupam Roy: ‘আমরা বাংলার মানুষ। আমাদের ভালবাসা, প্রেম, রাগ, দুঃখ, অভিমান সব কিছুই বাংলায়। সে সব কিছু মনে রেখেই আমাদের এই গান।’

‘আমি বাংলায় গান গাই’, এক মঞ্চে পারফর্ম করলেন অনুপম এবং পিয়া
দম্পতি। ছবি: ফেসবুক থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Aug 20, 2021 | 8:35 PM
Share

অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী। দাম্পত্য, বন্ধুত্বের বিনি সুতোয় আছে গান। অনুপম সঙ্গীতশিল্পী। গান গাওয়া, লেখা বা সুর করাই তাঁর পেশা। এ বিষয়ে নতুন করে তাঁর পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে পিয়া ব্যস্ত থাকেন পড়াশোনা নিয়ে। কিন্তু তার মধ্যেই গানের চর্চা করা তাঁর নেশা। এই দম্পতি এ বার একসঙ্গে গান গাইলেন। সৌজন্যে নতুন ওয়েব প্ল্যাটফর্ম ‘উরি বাবা’।

গান শুরুর আগে অনুপম বলেন, ‘আমাদের দুজনেরই খুবই প্রিয় গান। প্রতুল মুখোপাধ্যায়ের লেখা, সুর- আমি বাংলায় গান গাই।’ পিয়ার কথায়, ‘আমরা বাংলার মানুষ। আমাদের ভালবাসা, প্রেম, রাগ, দুঃখ, অভিমান সব কিছুই বাংলায়। সে সব কিছু মনে রেখেই আমাদের এই গান।’

সৌরভ চক্রবর্তী, অমিত বসুর কনসেপ্টে ‘ফাইভ এমএম অন দ্য রক’ শোয়ের প্রথম এপিসোড সদ্য মুক্তি পেয়েছে। এর পরের এপিসোডে থাকবেন শিলাজিৎ। নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির ভাবনা কেন ভেবেছিলেন? এ প্রসঙ্গে TV9 বাংলাকে সৌরভ আগেই বলেছেন, “এক বছর আগে থেকেই এর প্রক্রিয়া শুরু হয়েছিল। ‘শব্দজব্দ’ করার পরে আনসার্টেন ছিলাম। কী করব বুঝতে পারছিলাম না। আমাদের এখানে সেই অর্থে অপারেট করে একটাই প্ল্যাটফর্ম। আমি অনেক নতুন ছেলে, মেয়ের সঙ্গে কথা বলি। দেখলাম, অনেক ভাল গল্প শোনাচ্ছে ওরা। অনেকে ভাল ভেবেছে, কিন্তু এক্সিকিউট করতে পারছে না। ওদের কী করে স্পেস দেব ভাবছিলাম।”

‘উরি বাবা’ নামটা অন্যরকম। এর নেপথ্যে কার ভাবনা ছিল? সৌরভ শেয়ার করেছিলেন, “আমাদের অনেক বড় টিম আছে। অমিতদা, ঈশিতা এটা তো অনেক বড় ইনভেস্টমেন্ট। সঞ্জীব ধিরানি, নরেশ ক্ষেত্রপাল রয়েছেন। আমরা কিছু শব্দের তালিকা তৈরি করেছিলাম। যে সব শব্দের সঙ্গে শুধু বাঙালিরা নন, প্যান ইন্ডিয়া পরিচিত। বাঙালির পরিচয়ের ক্ষেত্রে জাতীয় স্তরে ব্যবহৃত হয় এমন কিছু শব্দ। যেমন, ‘দাদা’ একটা শব্দ। ‘উরি বাবা’-ও তেমন শব্দ। বাঙালি তো সেন্স অব হিউমারে বিখ্যাত। সেখানে সুড়সুড়ি দেওয়ার এই তো সময়।”

সৌরভ আরও জানান, পরিচিত অভিনেতারা যেমন কাজ করেছেন, তেমন একঝাঁক নতুন মুখ রয়েছেন এই প্ল্যাটফর্মে। যাঁরা নাকি অত্যন্ত শক্তিশালী অভিনেতা। প্রদীপ্ত ভট্টাচার্যের প্রথম ওয়েব সিরিজ ‘বিরহী’ দেখা যাবে এই প্ল্যাটফর্মেই। ব্যাঙ্কিং তৈরি হয়েছে। সফটওয়্যার তৈরি হয়েছে। পুজোর মধ্যে ফ্রি অ্যাপ নিয়ে আসার ভাবনাচিন্তাও চলছে।

এর মধ্যে সৌরভের পরিচালনায় এই একমাত্র কাজ ‘ফাইভ এমএম অন দ্য রক’। এ প্রসঙ্গে তিনি বলেন, “আসলে এত ভাল ভাল কাজ রয়েছে। আমার কম ভাল কাজ অনেকটা পিছনে রেখেছি। তবে নন ফিকশন শুট করেছি জীবনে প্রথমবার। ইন্ডিপেন্ডেন্ট মিউজিক শো। ‘অন দ্য রকস’। শিলাজিৎ, অনুপম, পিয়া, আরও অনেকে গেয়েছেন।” উরি বাবা-র শুরুতেই অন্য রকমের প্রচেষ্টা নজরে পড়ছে দর্শকের। গানের মঞ্চে আর কোন কোন শিল্পী রয়েছেন, সেটাই এখন দেখার।

আরও পড়ুন, ‘অপরাজিতা অপু’র দেশের বাড়ি বেলগাছিয়ায়? ব্যাপারটা কী?