Devlina Secret: স্বামীকে লুকিয়ে মধ্যে রাতে এ কী করছেন দেবলীনা?

Secret: ভাবতেন গৌরভ বেজায় রাগি। যদিও সে কথা এখন আর মানতে রাজি নন তিনি। কারণ একটাই, প্রথম আলাপের পর থেকেই তিনি বুঝেছিলেন গৌরব আর পাঁচজনের মতো ভীষণ সাধারন ভীষণ স্বাভাবিক।

Devlina Secret: স্বামীকে লুকিয়ে মধ্যে রাতে এ কী করছেন দেবলীনা?
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2023 | 11:29 AM

উত্তম কুমারের নাতি বলে কথা, গৌরব চট্টোপাধ্যায়কে কি হাতের মুঠোয় পাওয়া এতটা সহজ! বোধহয় না। এমনটাই ভেবেছিলেন প্রথম দেখার পর অভিনেত্রী দেবলীনা কুমার। গৌরব চট্টোপাধ্যায় পরিবারের সঙ্গে তাঁর পরিচয় ছিল আগে থেকেই। তিনি গৌরবের বোন, গৌরবের পরিবারের অনেককেই চিনতেন। কিন্তু পথ চলতে দেখা হওয়া গোমরা মুখো ছেলেটির সঙ্গে কখনও কথা বলে উঠতে পারতেন না তিনি। ভাবতেন গৌরভ বেজায় রাগি। যদিও সে কথা এখন আর মানতে রাজি নন তিনি। কারণ একটাই, প্রথম আলাপের পর থেকেই তিনি বুঝেছিলেন গৌরব আর পাঁচজনের মতো ভীষণ সাধারন ভীষণ স্বাভাবিক।

মাঝে মধ্যেই সময় পেলে এই জুটি নিজেদের মতো করে সময় কাটিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হল না। হঠাৎই ডিনার ডেট। মধ্য রাতে। খাবার ওডার দিতে গিয়েছিলেন গৌরব। তারই ফাঁকে বেশ কিছু সেলফি তুলে নিলেন দেবলীনা কুমার। নানা ফিল্টার ব্যবহার করে নজরও কাড়লেন তিনি। তাঁদের প্রেমকাহিনি কারও অজানা নয়।

দিদি নাম্বার ওয়ান এর বিশেষ পর্বে জুটি হিসেবে উপস্থিত থেকে গৌরবের সঙ্গে প্রথম আলাপ হওয়ার কাহিনি শেয়ার করে নিলেন দেবলীনা কুমার। শোয়ের সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন কীভাবে আলাপ তাঁদের। এর উত্তরেই দেবলীনা জানিয়ে দিয়েছিলেন আলাপ পরিচিতি ছিল অনেক আগে থেকেই, তবে প্রথম কথাটা বলে হয়ে ওটা হয়নি। গৌরব নাকি বেজায় লাজুক তাই খুব একটা উপযাজক হয়ে কথা বলতে দেখা যেত না তাঁকে।

সেই কারণেই দেবলীনা সঙ্গে কথা বলতে অনেকটা সময় লেগে যায়। তবে কথা হওয়ার পর সবটাই বেশ মুচমুচে প্রেমের গল্পে পরিণত হতে খুব একটা সময় নেয়নি। বর্তমানে চুটিয়ে সংসার করছে এই জুটি। এক কথায় বলতে গেলে গৌরব ও দেবলীনা টলিপাড়ার অন্যতম সেরা জুটি। প্রতিটা বিশেষ দিনই তাঁরা নিজেদের মতো করে সেলিব্রেশন করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। তাঁদের মাঝে মধ্যে একসঙ্গে ঘুরতে যেতে দেখা যায়। বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত থাকা এই জুটি অবসরে একে অন্যের সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করেন। সেরে ফেলেন ছোট বড় ট্রিপই। সম্প্রতি দোলে ঘুরে এলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও বর্তমান।