Tollywood Inside: কোত্থাও নেই স্বামী গৌরব! হঠাৎ করেই উপলব্ধি হতেই কী করলেন দেবলীনা?

Devlina Kumar: তিনি বিধায়ক কন্যা, বাবা দেবাশিস কুমার মেয়ের পারিষদও বটে। সে কারণে দীর্ঘ দিন ধরেই নানা ট্রোলের মুখোমুখি পড়তে হয়েছে দেবলীনাকে।

Tollywood Inside: কোত্থাও নেই স্বামী গৌরব! হঠাৎ করেই উপলব্ধি হতেই কী করলেন দেবলীনা?
দেবলীনা-গৌরব।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2023 | 12:39 PM

দেবলীনা কুমার, বেশ অনেকগুলই পরিচয় রয়েছে তাঁর। তিনি অভিনেত্রী, নৃত্যশিল্পী, এ ছাড়াও তিনি আবার অধ্যাপিকাও। সম্প্রতি স্বামী গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি ঘুরতে গিয়েছিলেন ইউরোপে। ইউরোপ ট্যুর থেকে একের পর এক ছবি শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। কখনও টাওয়ার ব্রিজের সামনে আবার কখনও বা কনভেন্ট গার্ডেনের মাঝে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। কিন্তু কোনও ছবিতেই নেই গৌরব। কোত্থাও দেখা যায়নি তাঁকে। অনেকেই প্রশ্ন করেছিলেন, তবে কি এই ট্রিপে একাই গিয়েছেন তিনি?

রবিবার দুপুরে হঠাৎ করেই যেন ওই একই উপলব্ধি হল তাঁরও। আর তা হতেই যেই ভাবা সেই কাজ। গৌরবের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে দেবলীনা লিখলেন, “হঠাৎ করেই উপলব্ধি করলাম, আমাদের সাম্প্রতিক ইউরোপ ট্যুর থেকে দু’জনের একটি ছবিও শেয়ার করিনি।” ওদিকে আবার দেবলীনাকে নেটিজেনদের রসিকতা, ‘এমন হ্যান্ডসাম বরকে লুকিয়ে রাখাই ভাল।’

তিনি বিধায়ক কন্যা, বাবা দেবাশিস কুমার মেয়ের পারিষদও বটে। সে কারণে দীর্ঘ দিন ধরেই নানা ট্রোলের মুখোমুখি পড়তে হয়েছে দেবলীনাকে। তাঁকে নিয়ে রটেছে নানা কথা। তাঁর উপর লাগাতার কটাক্ষ নিয়ে সম্প্রতি তিনি মুখও খুলেছিলেন। দেবলীনা বলেছিলেন,“সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রোলিং হয় আমাকে নিয়ে। বলা হয় যে আমি বিধায়ক কন্যা এবং এই মুহূর্তে উত্তরকুমারের নাত বউ বলেই আমি প্রচণ্ড প্রিভিলেজড। কিন্তু বিশ্বাস করুন, এর অনেক নেগেটিভ পয়েন্টস আছে। আমাকে অনেক বেশি সচেতন থাকতে হয়। খালি মনে হয়, আমি যা-যা করছি, কিংবা যেভাবে নিজেকে মেলে ধরছি, সেটা হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে।” এ সবের মাঝেই তিনি বাঁচেন নিজের শর্তে। মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে ভাগ করে নেন তাঁর দৈনন্দিন জীবনের নানা খুঁটিনাটি।