বন্ধুত্বের বর্ষপূর্তি। ফিটনেসের বর্ষপূর্তি। নতুন রুটিনের বর্ষপূর্তি। তাই সেলিব্রেশন তো হবেই। প্যানডেমিকের কারণে জিম বন্ধ থাকায় সাইকেল নিয়ে এক বছর আগে বেরিয়েছিলেন কয়েক জন। সেই দলে বাংলা ইন্ডাস্ট্রির চেনা মুখেদের মধ্যে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, অনিন্দ্য চট্টোপাধ্যায়, মহেন্দ্র সোনি প্রমুখ। সেই জার্নির এক বছর পূর্তিতে সেলিব্রেশনে মাতলেন বন্ধুরা।
সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবলীনা লিখেছেন, ‘অসাধারণ এক বছর বন্ধুরা। আমি আশা করব আমরা এটা চালিয়ে নিয়ে যেতে পারব। শুধু সাইক্লিং নয়। আরও চায়ের আড্ডা, খাবার, আরও মনে রাখার মতো বিকেল তৈরি হবে।’
‘ডান্স বাংলা ডান্স’ রিয়ালিটি শোয়ে ডান্স গুরুর দায়িত্ব পালন করছেন দেবলীনা। লকডাউনের পরে ফের শুরু হয়েছে সেই শোয়ের শুটিং। টানা শুটিংয়ের জন্য সকালে সাইকেল চালানো সম্ভব না হলে ক্লান্তি কাটাতে বাড়ি ফিরে ফিটনেস চর্চাই দেবলীনার আশ্রয়।
দেবলীনা এক কথায় ফুডি। সব রকম খাবার খেতে ভালবাসেন। খাওয়ার সঙ্গে কোনও রকম কম্প্রোমাইজস করেন না তিনি। কিন্তু ফিট থাকাটাও নিজের দায়িত্ব মনে করেন। ক্যামেরার সামনে তাঁর কাজ। তাই নিজেকে মেনটেন করেন নিয়মিত। শুধু দেবলীনা একা নন। তাঁর স্বামী অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ও ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। জিমে দিনের অনেকটা সময় কাটান দম্পতি। লকডাউনে জিম বন্ধ থাকায় সাইকেল নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া তাঁদের দৈনন্দিনের রুটিন ছিল। লকডাউন ডায়েরির সে সব ছবিও সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। ফলে নিজেরা শুধু নন, বাকিদেরও ফিট থাকতে উৎসাহ দেন তাঁরা।
আরও পড়ুন, মিলিন্দ-অঙ্কিতার জীবনে আজ বিশেষ দিন! কারণ জানালেন দম্পতি
আরও পড়ুন, ৩০ বছর পূর্তিতে ‘দিল হ্যায় কি মানতা নেহি’-র অজানা গল্প