মিলিন্দ-অঙ্কিতার জীবনে আজ বিশেষ দিন! কারণ জানালেন দম্পতি

Milind Soman And Ankita Konwar: সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় মিলিন্দ সোমন এবং অঙ্কিতা কোনওয়ারের জুটি। পেশাগত খবর হোক বা ব্যক্তিগত অনুষঙ্গ, চর্চায় থাকেন এই জুটি।

মিলিন্দ-অঙ্কিতার জীবনে আজ বিশেষ দিন! কারণ জানালেন দম্পতি
দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2021 | 6:15 PM

মিলিন্দ সোমন এবং অঙ্কিতা কোনার। একসঙ্গে পথ চলা, দাম্পত্য জীবনের আজ তিন বছর সম্পূর্ণ করলেন এই জুটি। বয়সের পার্থক্য থাকায় বিয়ের সময় বহু ট্রোলিং সহ্য করেছেন মিলিন্দ-অঙ্কিতা। তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন দু’জনে। বরং এই বিশেষ দিনটা নিজেদের মতো করে সেলিব্রেট করছেন। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন।

মিলিন্দ লিখেছেন, ‘শুভ তৃতীয় বিবাহবার্ষিকী অঙ্কিতা। প্রত্যেকটা মুহূর্তে তোমাকে মিস করি…’। অন্যদিকে অঙ্কিতার কথায়, ‘প্রত্যেকটা দিনই অ্যাডভেঞ্চার। নতুন বিবাহবার্ষিকী এবং আরও একটা ভ্যালেন্টাইন ডে তোমার সঙ্গে। স্পেনে একটা ঝরনার সামনে খালি পায়ে আমাদের ম্যাজিক্যাল বিয়ের তিন বছর। তোমার সঙ্গে থাকা মানে সব সময় ম্যাজিক প্রত্যক্ষ করা। তুমিই আমাকে রূপ দিয়েছ। বড় করেছ। আমরা যে বন্ধন শেয়ার করে তার জন্য আমি কৃতজ্ঞ…।’

সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় মিলিন্দ সোমন এবং অঙ্কিতা কোনওয়ারের জুটি। পেশাগত খবর হোক বা ব্যক্তিগত অনুষঙ্গ, চর্চায় থাকেন এই জুটি। অঙ্কিতার সঙ্গে মিলিন্দের বয়সের পার্থক্য অনেকটাই। প্রায় ২৯ বছর। তাই বিয়ের সময় চর্চায় ছিল এই জুটির বয়স। রীতিমতো ট্রোলড হতে হয় তাঁদের। ট্রোলিংয়ে যদিও কোনওদিনই পাত্তা দেন না মিলিন্দ। তাঁরা দুজনেই ফিটনেস ফ্রিক। কখনও দৌড়, কখনও বা যোগার ভিডিও তাঁরা শেয়ার করেন সোশ্যাল ওয়ালে। ফিটনেস রুটিনে কখনও বা তাঁদের সঙ্গী মিলন্দের মা ঊষা সোমনও।

বিয়ে নিয়ে প্রচলিত সামাজিক ধারণার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছেন অঙ্কিতা। সমালোচনা কীভাবে সামলাচ্ছেন? কিছুদিন আগে এই প্রশ্নের উত্তরে অঙ্কিতা বলেন, “সমাজে যেটাই প্রচলিত নয়, তা নিয়ে লোকে বেশি কথা বলে। এটা শুধু ভারতে নয়। গোটা বিশ্বে। … তবে আমি সব সময় সেটাই করেছি, যেটাতে আনন্দ পেয়েছি।” পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন এই জুটি। যাবতীয় সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজেদের শর্তে জীবন বাঁচছেন দম্পতি।

আরও পড়ুন, ‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে’, বাবার প্রয়াণের পর তাঁর জন্মদিনে শ্রদ্ধা সৌমিলির